ঢাকা
খ্রিস্টাব্দ

ঝড় ও বৃষ্টির পূর্বাভাস: ৭ জেলায় সতর্কতা জারি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।
নিউজটি দেখেছেনঃ 1697604 জন
  • নিউজটি দেখেছেনঃ 1697604 জন
ঝড় ও বৃষ্টির পূর্বাভাস: ৭ জেলায় সতর্কতা জারি
সংগৃহীত ফাইল ছবি।

দেশের ৭টি জেলা, যার মধ্যে খুলনা, বরিশাল, নোয়াখালী, পটুয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অন্তর্ভুক্ত, আজ রাতে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে ঝড় বয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এই সময়ে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।


শনিবার রাত ১টা পর্যন্ত প্রদত্ত আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে অস্থায়ী দমকা বাতাসের সাথে ঝড়ো হাওয়া চলবে। এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে।


রোববারের পূর্বাভাসে বলা হয়েছে, রাত ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে, কিন্তু রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে।


এছাড়া, আগামী ৫ দিনে বৃষ্টির প্রবণতা বৃদ্ধির সম্ভাবনাও দেখা যাচ্ছে। আবহাওয়ার এই পরিবর্তনগুলোর প্রতি সকলকে সতর্ক থাকতে পরামর্শ দেওয়া হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

লালসবুজ বাংলাদেশ রিপোর্ট ।।

আপডেট :
সর্বশেষ সংবাদ