ঢাকা
খ্রিস্টাব্দ

রাবিতে পোষ্য কোটা বাতিল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাজশাহী
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১.৪৩ অপরাহ্ন

আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১.৪৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 99555 জন

  • নিউজটি দেখেছেনঃ 99555 জন
রাবিতে পোষ্য কোটা বাতিল ও শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে ‘কমপ্লিট শাটডাউন’
ছবি- ইন্টারনেট।


রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পোষ্য কোটা বাতিল এবং উপ-উপাচার্যকে লাঞ্ছনার ঘটনার প্রতিবাদে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা আজ সোমবার (২২ সেপ্টেম্বর) থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন শুরু করেছেন। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম প্রায় সম্পূর্ণরূপে অচল হয়ে পড়েছে।


তবে এ কর্মসূচির আওতামুক্ত রাখা হয়েছে রাকসু নির্বাচন, পানি, বিদ্যুৎ এবং পরিবহন সেবা। সকাল থেকেই কর্মকর্তা-কর্মচারীরা প্রশাসন ভবনের সামনে, সিনেট ভবনের পাশে এবং আমতলায় অবস্থান কর্মসূচি পালন করছেন।


রোববার (২১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা শেষে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. ইফতিখারুল আলম মাসউদ সাংবাদিকদের জানান, উপ-উপাচার্যকে লাঞ্ছনার ঘটনায় একটি পাঁচ সদস্যবিশিষ্ট অভ্যন্তরীণ তদন্ত কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি, নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনেরও সুপারিশ করেছে সিন্ডিকেট।


তিনি আরও বলেন, “প্রাতিষ্ঠানিক সুবিধায় ভর্তির যে ঘোষণা গতকাল স্থগিত করা হয়েছে, সে বিষয়ে সিন্ডিকেটকে অবহিত করা হয়েছে এবং তারা সিদ্ধান্তটির প্রতি সমর্থন জানিয়েছেন। আজ থেকে এই সুবিধার আওতায় ভর্তি কার্যক্রম শুরুর কথা থাকলেও তা আপাতত বন্ধ থাকবে। সংশ্লিষ্ট বডিগুলোর সঙ্গে আলোচনার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।”


উল্লেখ্য, রোববার জুবেরী ভবনে এক শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার ঘটনাকে ‘নজিরবিহীন’ বলে উল্লেখ করেছেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার। তিনি বলেন, “একজন উপ-উপাচার্যকে এভাবে লাঞ্ছিত করা অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় সিন্ডিকেট নিন্দা জানিয়েছে এবং সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছে।”


এদিকে, পোষ্য কোটা সুবিধা স্থগিত রাখার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি মোক্তার হোসেন। তিনি বলেন, “দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে এ সুবিধা চালু রয়েছে। কিন্তু রাবিতে তা বাতিল করায় আমরা হতাশ। এজন্যই আমরা কমপ্লিট শাটডাউনে যেতে বাধ্য হয়েছি।”


তিনি আরও জানান, “যদিও আমরা প্রশাসনিক কার্যক্রম বন্ধ রেখেছি, তবুও সাধারণ শিক্ষার্থীদের ভোগান্তি রোধে পানি, বিদ্যুৎ, পরিবহন ও রাকসু নির্বাচন কার্যক্রম এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।”


বিশ্ববিদ্যালয়ে চলমান এ অচলাবস্থা কতদিন স্থায়ী হবে, তা এখনও অনিশ্চিত। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা ও দাবিসমূহ পূরণের অগ্রগতি না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
রাজশাহী
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১.৪৩ অপরাহ্ন
আপডেট : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১.৪৩ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ