ঢাকা
খ্রিস্টাব্দ

দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল নেইমারের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২.০৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২.০৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 324335 জন

  • নিউজটি দেখেছেনঃ 324335 জন
দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল নেইমারের

নেইমারের খেলার ধার আর আগের মতো নেই। থাকবে কীভাবে? বছরের বেশিরভাগ সময় তো তাকে কাটাতে হয় চোটকে সঙ্গী করেই! ফলে পারফরম্যান্সও অনেকটাই ক্ষয়ে গিয়েছিল ব্রাজিলিয়ান সুপারস্টারের।


স্বদেশী ক্লাব সন্তোষে গিয়ে তো দর্শকের দুয়োও শুনেছেন কদিন আগে। রেগেমেগে ওই দর্শকের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়েছিলেন নেইমার। যে ঘটনা নিয়ে আলোচনাও হয়েছে বেশ।


দুয়ো শোনা স্বাভাবিক। তার যে মান, তার কাছে সমর্থকদের যে প্রত্যাশা, সেটি পূরণ করতে পারছিলেন না নেইমার। অবশেষে সেরা ছন্দে দেখা গেলো ব্রাজিলিয়ান ফরোয়ার্ডকে। দীর্ঘ প্রায় দুই বছর পর এক ম্যাচে জোড়া গোল করেছেন তিনি।


সোমবার (৪ আগস্ট) রাতে ব্রাজিলিয়ান সিরিআর ম্যাচে জুভেন্টুদের বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে সন্তোষ। জোড়া গোল করে জয়ের নায়ক নেইমার।


ম্যাচের ৩৬ মিনিটে গোলরক্ষককে পরাস্ত করে সন্তোষের হয়ে গোলের সূচনা করেন নেইমার। ৩৯ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আলভারো ব্যারেল।


প্রথমার্ধের স্টপেজ টাইমে মার্সেলো হার্মেস কর্নার নেন এবং উইলকার অ্যাঞ্জেল হেডে একটি গোল শোধ করেন জুভেন্টুদের হয়ে।


দ্বিতীয়ার্ধে সন্তোষ অনেক ভুল করে, এমনকি জুভেন্টুদের চাপের মুখে পড়ে। কিন্তু শেষ হাসি হেসেছে সন্তোষই। রক্ষণভাগের ভুলে পেনাল্টি পান নেইমার। ৮০তম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ৩-১ করেন তিনি।


২০২২ সালের পর এই প্রথম টানা পাঁচটি ম্যাচে খেলতে পেরেছেন নেইমার। এছাড়া এক ম্যাচে জোড়া গোল পেয়েছেন প্রায় দুই বছর পর। শেষবার বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিল জাতীয় দলের হয়ে বলিভিয়াকে ৫-১ ব্যবধানে হারানোর ম্যাচে দুই গোল করেছিলেন এই তারকা ফরোয়ার্ড।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২.০৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫, ২.০৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ