ঢাকা
খ্রিস্টাব্দ

সাভারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1801305 জন

  • নিউজটি দেখেছেনঃ 1801305 জন
সাভারে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩৪
ছবি : সংগৃহীত

সাভার-আশুলিয়ায় গত সোমবার আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনায় আজ বুধবার দুপুর পর্যন্ত ৩৪ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এদিকে অজ্ঞাত মরদেহের মধ্যে পুলিশের বিশেষ শাখা ডিএসবির দুজন সদস্য রয়েছেন বলে জানা গেছে।


সাভারে বেসরকারি এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক মো. ইউসুফ জানান, চিকিৎসাধীন অবস্থায় গুলিবিদ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। তার নাম  সাদেক (২৭)।  এ নিয়ে গত তিন দিনে হাসপাতালে মোট ১৬ জনের মৃত্যুর তথ্য রয়েছে।


বুধবার (৭ আগস্ট) দুপুরে আশুলিয়ার মির্জানগরে গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালে খোঁজ নিয়ে জানা যায়, সংঘর্ষের ঘটনায় হাসপাতালটিতে ৯ জনের মৃ্ত্যুর তথ্য রয়েছে। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা আবু তাহের বলেন, হাসপাতালটিতে মৃত অবস্থায় সোমবার ৯ জনকে আনা হয়েছিল।


আশুলিয়ার জামগড়ায় নারী ও শিশু হাসপাতালের কর্মকর্তারা জানান, তাদের হাসপাতালটিতে তিনজনের মৃত্যু হয়েছে। এ ছাড়া হাবীব ক্লিনিকে ১ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। 

আশুলিয়া থানার সামনে গত মঙ্গলবার আগুনে ঝলসানো ৩টি ও মারাত্মক জখম অবস্থায় ২ জনের মরদেহ পরে ছিল।

পরে এ বিষয়ে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ সারোয়ার আলম বলেন, আশুলিয়া থানা এলাকায় আমাদের কোনো সদস্য নিহত হননি। ঢাকা জেলা ডিএসবির দুজন সদস্য রয়েছেন।


একজন উপ-পরিদর্শক (এসআই) এবং একজন কনস্টেবল।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ