কুমিল্লার তিতাস ও দাউদকান্দি অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী দুর্বৃত্তদের হাতে নিহত কিলার মামুনের অন্যতম প্রধান সহযোগী রাকিবুল ইসলাম বুলেট ও ছোট মামুনকে আটক করেছে তিতাস থানা পুলিশ।
অন্ধকার জগতের অন্যতম ডাকাত সদস্য বুলেট তিতাসের নারান্দিয়া ইউনিয়নের তারিয়াকান্দির আঃ লতিফের ছেলে ও জিয়ারকান্দি ইউনিয়নের শোলাকান্দি গ্রামের পাকির আলীর ছেলে ছোট মামুন।
পুলিশ জানায়, তারিয়াকান্দির আঃ লতিফের ছেলে কুখ্যাত ডাকাত বুলেটের বিরুদ্ধে তিতাস, দাউদকান্দি, মুরাদনগর থানায় হত্যা, ডাকাতি, চুরি, অস্ত্র মামলাসহ মোট ১২টি মামলা বিচারাধীন রয়েছে এবং সে পুলিশের তালিকায় পলাতক ছিলো। গতকাল ৩আগস্ট রবিবার রাতে তিতাস থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে তিতাসের কদমতলী এলাকার বুলেটের নানীর বাড়ি হতে তাকে আটক করা হয়। পুলিশ আরো জানায়, বুলেটের হেফাজতে থাকা নিহত কিলার মামুনের অবৈধ অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনাকালে বুলেটের দেওয়া তথ্য মতে মামুনের আরেক সহযোগী শোলাকান্দির ছোট মামুনকে আটক করা হয়। তবে অবৈধ অস্ত্র পাওয়া না গেলেও ছোট মামুনের হেফাজতে থাকা ৫০পিচ ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে বলেও থানার অফিসার ইনচার্জ (ও.সি) মোঃ শহিদ উল্যাহ সাংবাদিকদের নিশ্চিত করেন। মামুন সম্রাটের অন্যতম দুই সহযোগি আটক- মিলেছে ইয়াব