"মাটি হলে পরিষ্কার, বৃক্ষ হবে চমৎকার, চলুন অঙ্গীকার করি যথাস্থানে ময়লা ফেলি, পরিচ্ছন্ন দেশ গড়ি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে পরিচ্ছন্ন ও সবুজ বোয়ালখালী গড়ার স্বপ্নে এগিয়ে চলছে বিডি ক্লিন বোয়ালখালী শাখার নিবেদিত পরিচ্ছন্নতা যোদ্ধারা।
এই ধারাবাহিকতায় শুক্রবার (২৫ এপ্রিল) বিডি ক্লিন বোয়ালখালী শাখার উদ্যোগে ২০০তম ইভেন্ট উপলক্ষে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজন করা হয়। কর্মসূচির আওতায় ঐতিহ্যবাহী কালুরঘাট ব্রিজের পূর্ব পাড় (বোয়ালখালী অংশ) সংলগ্ন এলাকায় রাস্তার দুই পাশের আবর্জনা পরিষ্কার করা হয় এবং পরিবেশ সংরক্ষণের লক্ষ্যে বৃক্ষরোপণ করা হয়। পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির জন্য স্থানীয় এলাকায় সচেতনতামূলক বিজ্ঞাপন স্থাপন ও লিফলেট বিতরণ করা হয়।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষার অঙ্গীকারে মানবতার সেবায় নিজেদের নিয়োজিত রাখার শপথ বাক্য পাঠ করানো হয়, যা পরিচালনা করেন বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ রহমত উল্লাহ। উক্ত কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক কানিজ ফাতেমা, বিডি ক্লিন চট্টগ্রাম জেলার সমন্বয়ক মোঃ আলমগীর খান মুন্না, সহ-সমন্বয়ক মেহেদী হাসানসহ বিডি ক্লিন বোয়ালখালী শাখার সদস্যরা।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, "আসুন, আমরা নিজেদের দৈনন্দিন জীবনে পরিবেশ সংরক্ষণে আরও বেশি সচেতন হই, যত্রতত্র ময়লা না ফেলি এবং অন্যদেরও সচেতন করতে ভূমিকা রাখি।