সিডিএফ মেয়র কাপ ( অনুর্ধ্ব -১৩) ফুটবলে বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়নের আকুবদন্ডী ফুটবল একাডেমী গ্রুপ পর্বের নিজেদের দ্বিতীয় ম্যাচে বাঁশখালী ফুটবল একাডেমীকে ২-০ গোলে পরাজিত করেছে। শনিবার ( ২৬ এপ্রিল) সকালে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচ অনুষ্ঠিত হয়।
বিজয়ী দলের পক্ষে অধিনায়ক আলহাম হেলাল একটি ও মোঃ মারুফ একটি করে গোল করেন।
ম্যাচ সেরা নির্বাচিত হয় আকুবদন্ডী ফুটবল একাডেমীর অধিনায়ক আলহাম হেলাল।
এসময় উপস্থিত ছিলেন, আকুবদন্ডী ক্রীড়া সমিতির সাধারণ সম্পাদক পার্থ সারথি চৌধুরী, আকুবদন্ডী ফুটবল একাডেমীর কোচ মোঃ আব্দুর শুক্কুর রানা, বিশিষ্ট্য ক্রীড়া সংগঠক আবুল হাশেম মতি, আব্দুল হালিম নাছের, মোঃ আব্দুল করিম, দলের ম্যানেজার মোঃ সাইফুদ্দিন, টিম অফিশিয়াল