ঢাকা
খ্রিস্টাব্দ

সিঙ্কহোল গিলে খেল আস্ত ট্রাককে, চারদিন ধরে আটকা চালক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1067164 জন

  • নিউজটি দেখেছেনঃ 1067164 জন
সিঙ্কহোল গিলে খেল আস্ত ট্রাককে, চারদিন ধরে আটকা চালক

জাপানের রাজধানী টোকিওর একটি রাস্তায় বিশাল সিঙ্কহোলের সৃষ্টি হয়েছে। এটির ভেতর পড়ে গেছে আস্ত একটি ট্রাক। যেটির বৃদ্ধ চালক গত চারদিন ধরে সেখানে আটকে আছেন। সিঙ্কহোলটি দিন গড়ানোর সঙ্গে সঙ্গে বড় হওয়ায় চালকের কাছে পৌঁছাতে পারছেন না উদ্ধারকারীরা।

সংবাদমাধ্যম সিএনএন শুক্রবার (৩১ জানুয়ারি) জানিয়েছে, গত মঙ্গলবার টোকিওর সাইতামা নামক এলাকায় একটি রাস্তার মোড়ে একটি সিঙ্কহোলের সৃষ্টি হয়। ওই সময় তিন টনের ট্রাককে গিলে খায় এটি। ওই ট্রাকটি চালাচ্ছিলেন ৭৪ বছর বয়সী এক চালক।

স্থানীয় এক কর্মকর্তা সিএনএনকে বলেছেন, যখন সিঙ্কহোলটি প্রথম সৃষ্টি হয় তখন এটি মাত্র ১০ মিটার প্রশস্ত ছিল। গত চারদিনে এটি ৪০ মিটার বড় সিঙ্কহোলে পরিণত হয়েছে।

উদ্ধারকারীরা ক্রেনের মাধ্যমে ট্রাকের একটি অংশকে উপরে তুলে আনতে সমর্থ হয়েছেন। এছাড়া গর্তটির ভেতর ড্রোন পাঠিয়েছিলেন। কিন্তু চারদিনেও তারা চালকের সঙ্গে কোনো যোগাযোগ স্থাপন করতে পারেননি।

কর্তৃপক্ষের ধারণা ক্ষয়ে যাওয়া নর্দমার পাইপের কারণে প্রথমে মাটি ধসের ঘটনা ঘটে। ওই পাইপ থেকে পানি বেরিয়ে হয়ত আশপাশের আরও মাটিতে ধস নামিয়েছে। 

যেখানে গর্তটির সৃষ্টি হয়েছে সেখানকার অন্তত ২০০টি বাড়ির মানুষকে নিরাপদস্থানে চলে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যেহেতু নর্দমার পাইপ ফেটে গর্তটি সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে, তাই পাইপের পানির পরিমাণ কমানোর জন্য সেখানকার ১২ লাখ মানুষকে গোসল করা ও কাপড় ধোয়া থেকে আপাতত বিরত থাকতে বলা হয়েছে।

অত্যন্ত জনবহুল এলাকায় এত বড় গর্তের সৃষ্টি হওয়ায় সেখানকার মানুষের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। কারণ তাদের বাড়ির নিচ দিয়ে নর্দমার যেসব পাইপ গেছে সেগুলোও পুরোনো হয়ে গেছে। তাদের শঙ্কা, হয়ত এসব পাইপ ফেটেও এ ধরনের বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হতে পারে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১১.১৮ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩১ জানুয়ারি ২০২৫, ১১.৩৬ অপরাহ্ন