ঢাকা
খ্রিস্টাব্দ

চট্টগ্রামে ছয় দফা দাবিতে আমরণ অনশনের ডাক কারিগরি শিক্ষার্থীদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১.২২ পূর্বাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 851957 জন

  • নিউজটি দেখেছেনঃ 851957 জন
চট্টগ্রামে ছয় দফা দাবিতে আমরণ অনশনের ডাক কারিগরি শিক্ষার্থীদের
- ছবি সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামসহ সারা দেশের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউটে আবারও আন্দোলনে নেমেছেন শিক্ষার্থীরা। জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইন্সট্রাক্টরদের জন্য বরাদ্দ ৩০ শতাংশ প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন চট্টগ্রামের পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সোমবার চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সকাল থেকেই ক্যাম্পাসে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। ক্লাস ও পরীক্ষাও বর্জন করেছেন তারা। তবে এদিন দুপুর থেকে নগরের জামাল খানস্থ চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন শিক্ষার্থীরা।শিক্ষার্থীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পলিটেকনিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কর্ণপাত করছে না। 


আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি— ক্রাফট ইনস্ট্রাক্টররা কারিগরি ব্যাকগ্রাউন্ডের নন। অধিকাংশই অষ্টম শ্রেণি কিংবা এসএসসি পাস, যাঁদের মূল দায়িত্ব ল্যাব সহকারী হিসেবে কাজ করা। তাদের শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হলে শিক্ষার্থীরা প্রকৃত কারিগরি শিক্ষা থেকে বঞ্চিত হবেন বলে অভিযোগ তাদের।


ছাত্রদের ছয় দফা দাবিগুলো হলো, জুনিয়র ইনস্ট্রাক্টর পদে শিক্ষাগত যোগ্যতা বাধ্যতামূলক ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে, ক্রাফট ইনস্ট্রাক্টসহ সকল পদে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনবল নিয়োগ দিতে হবে, পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের ছাত্রদের জন্য সব বিভাগীয় শহরে প্রকৌশল বিশ্ববিদ্যালয় অতি শিগগিরই স্থাপন করতে হবে, কারিগরি শিক্ষা বৃদ্ধির লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক পদে ডিপ্লোমা প্রকৌশলীর চাকরির আবেদন বাস্তবায়ন করতে হবে, ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য প্রাইভেট সেক্টরে সর্বনিম্ন বেতন স্কেল নির্ধারণ করে দিতে হবে এবং জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ কোটা অনতিবিলম্বে বিলুপ্ত করতে হবে।


আন্দোলনকারীরা বলেন, আমরা কারিগরি শিক্ষায় দক্ষতা অর্জন করেও পিছিয়ে থাকছি শুধুমাত্র নীতিমালার প্রয়োগ না থাকায়। প্রতিবারই আশ্বাস দেওয়া হয়, কিন্তু বাস্তবায়ন হয় না। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা ছয় দফা দাবিতে প্ল্যাকার্ড হাতে সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন।


প্রসঙ্গত, জুনিয়র ইনস্ট্রাক্টর পদটি মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য নির্ধারিত। এ পদে নিয়োগপ্রাপ্তরা বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষকতা করেন। তবে সম্প্রতি হাইকোর্টের একটি রায়ের মাধ্যমে ক্রাফট ইনস্ট্রাক্টরদের ৩০ শতাংশ পদোন্নতি দিয়ে জুনিয়র ইনস্ট্রাক্টর পদে নিয়োগ দেওয়া হচ্ছে। এতে ৮ম শ্রেণি, এসএসসি (ভোকেশনাল) এবং এইচএসসি পাস ব্যক্তিরাও এই পদে আসার সুযোগ পাচ্ছেন যা ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে অসন্তোষ তৈরি করেছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্যাম্পাস
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১.২২ পূর্বাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১.২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ