ঢাকা
খ্রিস্টাব্দ

প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1790998 জন

  • নিউজটি দেখেছেনঃ 1790998 জন
প্রাইভেট কার থেকে ২ বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার শিক্ষার্থীদের
ছবি : সংগৃহীত

রাজশাহীতে প্রাইভেট কার থেকে দুই বস্তা দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার (১০ আগস্ট) রাত ৯টার দিকে মহানগরীর শহিদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা) এলাকায় গাড়িটি থামিয়ে তল্লাশির সময় অস্ত্রগুলো উদ্ধার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় গাড়ী চালককে আটক করা হয়। 



আটক ব্যক্তির নাম হোসেন, তিনি নগরীর চন্ডীপুর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন সেনাবাহিনীর সদস্যরা।



প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাতে মহানগরীর শহীদ কামারুজ্জামান চত্ত্বরে (গোরহাঙ্গা রেলগেট) এলাকায় ট্রাফিক নিয়ন্ত্রণের সময় বিভিন্ন গাড়ি তল্লাশি করছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। এসময় একটি প্রাইভোট কার (ঢাকা মেট্রো-গ ১৭-১১১৪) থামিয়ে তল্লাশি করা হলে গাড়ির পেছনে দুই বস্তা দেশী অস্ত্র পাওয়া যায়। পরে শিক্ষার্থীরা গাড়ি ও অস্ত্রসহ বিজিবির কাছে সৌপর্দ করেন। পরে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে আটক হোসেন ও উদ্ধারকৃত দেশীয় অস্ত্র নিজেদের জিম্মায় নিয়ে যান।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন