ঢাকা
খ্রিস্টাব্দ

ইসলামী ব্যাংকে ২০১৭ সালের পরের নির্বাহীদের নিয়োগ বাতিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1809746 জন

  • নিউজটি দেখেছেনঃ 1809746 জন
ইসলামী ব্যাংকে ২০১৭ সালের পরের নির্বাহীদের নিয়োগ বাতিল
ছবি : সংগৃহীত

রাজনৈতিক পটপরিবর্তনের পর বেসরকারি খাতের ইসলামী ব্যাংক বাংলাদেশে অস্থিরতা শুরু হয়েছে। মঙ্গলবার (৬ আগস্ট) ঢাকার দিলকুশায় ব্যাংকটির প্রধান কার্যালয়ে বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেছেন কিছু বিক্ষুব্ধ কর্মকর্তা। মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধরও করা হয়েছে বলে জানা গেছে।



ঘটনায় ব্যাংকের সিবিএ নেতা আনিসুর রহমান ঘোষণা দিয়েছেন, ২০১৭ সালের পরে যারা নির্বাহী হিসেবে নিয়োগ পেয়েছেন, তারা আর ব্যাংকে থাকতে পারবেন না। বিক্ষুব্ধ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, 'আপনারা শান্ত হোন। যে ইসলামী ব্যাংক দখল হয়েছে, তা আবার ফিরে আসবে। এমডি মহোদয় আমাকে প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন।'



আনিসুর রহমান বলেন, ২০১৭ সালের পর থেকে পরীক্ষা ছাড়া অনিয়মের মাধ্যমে যারা নিয়োগ পেয়েছেন, তাদের নিয়োগ বাতিল করা হবে। একই সঙ্গে ওই সময়ের পরে যাদের চাকরি অবৈধভাবে বাতিল করা হয়েছে, তাদের চাকরি পুনরায় ফিরিয়ে দেওয়া হবে। এছাড়া গত সাত বছরে যারা পদোন্নতি বঞ্চিত হয়েছেন, তাদের যথাযথভাবে পদোন্নতি দেওয়া হবে।


ইসলামী ব্যাংকের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, ২০১৭ সালে ব্যাংকটির মালিকানা পরিবর্তনের পর থেকে অনেক কর্মকর্তাকে জোরপূর্বক চাকরি ছাড়তে বাধ্য করা হয়েছে। আবার অনেক জুনিয়র কর্মকর্তাকে সিনিয়র পদে বসানো হয়েছে। এছাড়া ব্যাংক থেকে বড় অঙ্কের অর্থ বের করে নেওয়ার অভিযোগ রয়েছে মালিকদের একাংশের বিরুদ্ধে।


প্রত্যক্ষদর্শীরা জানান, শেখ হাসিনার পদত্যাগের পর সকালে কিছু কর্মকর্তা বঙ্গবন্ধু কর্নার ভাঙচুর করেন। এরপর তারা সেই কর্মকর্তাদের খুঁজতে থাকেন, যারা মালিকপক্ষের অবৈধ নির্দেশে সাবেক কিছু কর্মীকে ব্যাংক ছাড়তে বাধ্য করেন বলে অভিযোগ রয়েছে।


যেসব কর্মকর্তা ইসলামী ব্যাংক থেকে মালিকপক্ষের নির্দেশে টাকা বের করেছেন বলে অভিযোগ রয়েছে, বিক্ষুব্ধ কর্মকর্তারা তাদেরও খুঁজতে থাকেন। এ সময় মানবসম্পদ বিভাগের কয়েকজন কর্মকর্তাকে মারধর করা হয় এবং ব্যাংক এলাকায় নানা স্লোগান দেওয়া হয়।


ইসলামী ব্যাংকের অপারেশন বিভাগের প্রধান এবং সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কামালউদ্দিন জসিম বিক্ষুব্ধ কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, ব্যাংকের এমডির সঙ্গে তার কথা হয়েছে এবং অনিয়মের মাধ্যমে যেসব নিয়োগ হয়েছে, তা বাতিলের লক্ষ্যে প্রয়োজনীয় সংস্কার করা হবে।


বিষয়টি নিয়ে ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হয়, তবে তাদের বক্তব্য পাওয়া যায়নি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন