ঢাকা
খ্রিস্টাব্দ

আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১.১১ পূর্বাহ্ন

আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 870898 জন

  • নিউজটি দেখেছেনঃ 870898 জন
আনন্দে কাটুক প্রতিটি দিন : ভাবনা

বাংলা নববর্ষ ১৪৩২ উদযাপন করেছে সাধারণ জনগণের পাশাপাশি তারকারাও। সামাজিক যোগাযোগ মাধ্যমে তারকারা বর্ষবরণ উৎসবের আনন্দ ভক্ত-অনুরাগীদের মাঝে ভাগাভাগি করে নিয়েছেন। ছোট পর্দার অভিনেত্রী আশনা হাবিব ভাবনা বর্ষবরণ উৎসবের কিছু ছবি শেয়ার করেছেন। যেখানে তাকে জামদানি শাড়িতে ফটোশুট করতে দেখা যায়। শাড়িতে বেশ মানিয়েছে বলে নেটিজেনরা বলছেন।


এদিকে ছবি শেয়ার করে ভাবনা ক্যাপশেন লিখেছেন, ‘নববর্ষ মানেই আমার কাছে নতুন শাড়ি। জামদানি আমার পছন্দের বাংলা নববর্ষের প্রথম দিনে ঐতিহ্য কে একটু ছুঁয়ে থাকার ইচ্ছা।’ আনন্দে কাটুক প্রতিটি দিন উল্লেখ করে তিনি বলেন, ‘সবাই কে আবারও নববর্ষের শুভেচ্ছা। আনন্দে কাটুক প্রতিটি দিন।’ কমেন্ট বক্সে নেটিজেনরা অভিনেত্রীকে বর্ষবরণের শুভেচ্ছাও জানিয়েছেন। প্রসঙ্গত, শোভাযাত্রায় বর্ণিল মুখোশ, রঙিন পোস্টার, প্ল্যাকার্ড ও ঐতিহ্যবাহী সাজসজ্জায় উৎসবমুখর হয়ে ওঠে।


ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে এতে ফিলিস্তিনের পতাকা ও প্রতীকী মোটিফ যেমন- তরমুজের ফালি ব্যবহৃত হয়েছে। পাশাপাশি শোভাযাত্রায় ৭টি বড়, ৭টি মাঝারি ও ৭টি ছোট মোটিফসহ মোট ২১টি শিল্পকর্ম প্রদর্শিত হয়। মূল মোটিফ ছিল ‘স্বৈরাচারের প্রতিকৃতি’। এ ছাড়াও শোভাযাত্রায় পায়রা, মাছ, বাঘ এবং আলোচিত ‘মুগ্ধর পানির বোতল’-এর শিল্পরূপ প্রদর্শিত হয়।




নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | বিনোদন
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১.১১ পূর্বাহ্ন
আপডেট : বুধবার, ১৬ এপ্রিল ২০২৫, ১.১১ পূর্বাহ্ন