ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৫৪ অপরাহ্ন

আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1072473 জন

  • নিউজটি দেখেছেনঃ 1072473 জন
পিরোজপুরে বিজয়ের উল্লাসে, তারুণ্যের  উচ্ছ্বাসে শীর্ষক আলোচনা সভা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরে “বিজয়ের উল্লাসে, তারুণ্যের উচ্ছ্বাসে ” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  


রবিবার (২৬ জানুয়ারী) সকালে জেলা তথ্য অফিসের আয়োজনে নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে জেলা তথ্য অফিসের উপ-পরিচালক পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুস সালাম। এছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মো. শহিদুল ইসলাম, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ শিক্ষক পরিষদের সাবেক সাধারন সম্পাদক সন্তোষ কুমার মজুমদার, জেলা তথ্য অফিসের সহকারী তথ্য অফিসার মো. আবদুল্লাহ আল মাসুদ, শিক্ষার্থী ফারজানা ইসলাম লুবনা, তামিম শেখ, লতা আক্তার প্রমুখ। এসময় জেলা তথ্য অফিসের কর্মকর্তাগণ, মাটিভাঙ্গা ডিগ্রী কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।


এসময় বক্তারা বলেন, রাজনীতি সচেতন হওয়া ভালো কিন্তু সার্বক্ষনিক রাজনীতি নয়। কোন অন্যায় কোন জুলুম যাতে না হয় সেটার ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণের তরুণদেরকে একসাথে কাজ করতে হবে। সমৃদ্ধ দেশ গঠনে সামাজিক আন্দোলনের উপর জোর দিতে হবে। তরুণদের সবাইকে একযোগে কাজ করতে হবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
পিরোজপুর
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৫৪ অপরাহ্ন
আপডেট : রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫, ১০.৫৪ অপরাহ্ন