ঢাকা
খ্রিস্টাব্দ

সিইউএফএলে উৎপাদন বন্ধ, গ্যাস সংকট

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১.৫৮ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১.৫৮ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 870196 জন

  • নিউজটি দেখেছেনঃ 870196 জন
সিইউএফএলে উৎপাদন বন্ধ, গ্যাস সংকট
ছবি : সংবাদদাতা প্রেরিত।

চট্টগ্রামের আনোয়ারায় রাষ্ট্রায়ত্ত কারখানা চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে (সিইউএফএল) উৎপাদন বন্ধ রয়েছে। বর্তমানে সিইউএফএল দৈনিক ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদন করতে সক্ষম। 


কিন্তু গ্যাস সংকটে গত শুক্রবার সকাল থেকে মঙ্গলবার পর্যন্ত সার উৎপাদন বন্ধ রয়েছে।  


জানা যায়, সিইউএফএল দৈনিক ১ হাজার ২০০ মেট্টিক টন ইউরিয়া উৎপাদন করতে দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাস প্রয়োজন। পাশাপাশি বার্ষিক ৩ লাখ ১০ মেট্রিক টন অ্যামোনিয়া উৎপাদন করতে পারে সিইউএফএল।


সিইউএফএলের উৎপাদন বিভাগের প্রধান উত্তম চৌধুরী বলেন, শুক্রবার (১১ এপ্রিল) সকাল ৭টার থেকে কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। গ্যাস সংকটের কারণে আমরা এখনও উৎপাদনে যেতে পারিনি। কবে নাগাদ কারখানা চালু হতে পারে সেব্যাপারে বলা যাচ্ছে না।এর আগে যান্ত্রিক ত্রুটির কারণে ৩ জানুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত কারখানায় ইউরিয়া সার উৎপাদন বন্ধ ছিল বলে তিনি জানান।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১.৫৮ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫, ১১.৫৮ অপরাহ্ন