ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে বিএনপি নেতাদের ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময়

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
সোমবার, ০৯ জুন ২০২৫, ৪.৩৪ অপরাহ্ন

আপডেট : সোমবার, ০৯ জুন ২০২৫, ৪.৩৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 567994 জন

  • নিউজটি দেখেছেনঃ 567994 জন
মিরসরাইয়ে বিএনপি নেতাদের ঈদ পুনর্মিলনী, শুভেচ্ছা বিনিময়
- ছবি সংবাদদাতা প্রেরিত।


চট্টগ্রামের মিরসরাই উপজেলায় নিজ নিজ গ্রামের বাড়িতে ঈদুল আজহা উদযাপন করেছেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ। ঈদের আনন্দ সাধারণ মানুষের সঙ্গে ভাগাভাগি করে নিতে এবং দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের জন্য তারা ছিলেন এলাকায় সক্রিয়। চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন, যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন চেয়ারম্যান, মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ – ঈদের দিন থেকে শুরু করে পরবর্তী দিনগুলোতে নিজ নিজ বাড়িতে সময় কাটান। তাদের ঈদ উদযাপন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী, অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা শুভেচ্ছা বিনিময়ে অংশ নেন। ঈদকে কেন্দ্র করে স্থানীয় পর্যায়ে সৃষ্টি হয় মিলনমেলা ও পুনর্মিলনী পরিবেশ।

চট্টগ্রামের মিরসরাইয়ে ঈদুল আজহা উপলক্ষে বিএনপি নেতাদের পক্ষ থেকে মানবিক উপহার হিসেবে প্রায় দেড় হাজার পরিবারের মাঝে কোরবানির গরুর মাংস বিতরণ করা হয়েছে। সেই সঙ্গে ঈদ পুনর্মিলনী উপলক্ষে আবুতোরাব বাজারে অনুষ্ঠিত হয়েছে এক মতবিনিময় সভা। রোববার (৮ জুন) বিকেলে উপজেলার সাহেরখালী ইউনিয়নের বিভিন্ন এলাকায় গরু কোরবানি না দিতে পারা পরিবারগুলোর মাঝে উপহার হিসেবে এসব মাংস বিতরণ করা হয়। জানা গেছে, ঈদের দ্বিতীয় দিন সকালে ৯টি গরু কোরবানি দিয়ে প্রায় ৪ হাজার ৫০০ কেজি মাংস প্যাকেট করে বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।

এ উদ্যোগের আয়োজক মিরসরাই উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, “ঈদ সবার জন্য। যাদের কোরবানির সামর্থ্য নেই, তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। প্রতি বছরের মতো এবারও আমি দেড় হাজার পরিবারকে মাংস উপহার দিয়েছি। ইনশাআল্লাহ, ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

এদিকে ঈদের দ্বিতীয় দিন বিকেলে মিরসরাই উপজেলা কৃষকদলের উদ্যোগে আবুতোরাব বাজারে এক ঈদ পুনর্মিলনী ও মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. নুরুল আমিন। তিনি বলেন, “আমাদের দেশ কৃষিনির্ভর। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ক্ষমতায় এসে কৃষকদের অগ্রাধিকার দিয়েছেন। কৃষকদের কল্যাণে কাজ করাই হবে আমাদের দলের অন্যতম লক্ষ্য।”

সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. আশরাফ উদ্দিন ও সঞ্চালনায় ছিলেন সদস্য সচিব আবু দাউদ। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষকদলের আহ্বায়ক বদরুল আলম বদরুল। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, আরব আমিরাত বিএনপির সভাপতি নুরুল করিম বাবলু, মঘাদিয়া ইউনিয়নের নেতৃবৃন্দসহ কৃষকদল ও অঙ্গ সংগঠনের নেতারা।

ঈদ উপলক্ষে মিরসরাইয়ে নিজ বাড়িতে জেলা ও স্থানীয় পর্যায়ের দলীয় নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন উত্তর জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মো. নুরুল আমিন। এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সহ-সভাপতি মনিরুল ইসলাম ইউসুফ মিরসরাই উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল আওয়াল চৌধুরী, সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী, বারইয়ারহাট পৌর কমিটির আহবায়ক মঈন উদ্দিন লিটন, সদস্য সচিব জসিম উদ্দিন কমিশনার, মিরসরাই পৌর কমিটি আহবায়ক জামশেদ আলম কমিশনার, সদস্য সচিব কামরুল হাসান লিটন -সহ সাংবাদিক, পেশাজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন এবং একটি প্রাণবন্ত ঈদ পুনর্মিলনী পরিবেশ তৈরি হয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | রাজনীতি
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
সোমবার, ০৯ জুন ২০২৫, ৪.৩৪ অপরাহ্ন
আপডেট : সোমবার, ০৯ জুন ২০২৫, ৪.৩৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ