ঢাকা
খ্রিস্টাব্দ

কেইপিজেডে ৭০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1729515 জন

  • নিউজটি দেখেছেনঃ 1729515 জন
কেইপিজেডে ৭০ হাজার কর্মসংস্থান সৃষ্টি হবে
ছবি : সংগৃহীত

চট্টগ্রামের কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড) বর্তমানে ৩১ হাজার কর্মীকে নিয়োজিত রেখেছে। তবে, যখন কেইপিজেড সম্পূর্ণ কার্যকর হবে, তখন এখানে ৭০ হাজার লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।


শুক্রবার (২৮ সেপ্টেম্বর) কেইপিজেড এলাকা পরিদর্শন করে দেখা যায়, এখানে বিশ্বের ৪৮টি প্রতিষ্ঠানের কারখানা চলছে। কারখানাগুলোর মোট ফ্লোর স্পেস ৭০ লাখ বর্গ মিটার। তবে, কেইপিজেডে আরও অনেক কারখানা নির্মাণাধীন রয়েছে, বিশেষ করে টেক্সটাইল জোনে ৫টি ম্যান মেড ফাইবার পোশাক তৈরির কারখানা নির্মাণের কাজ চলছে। এর মধ্যে ৩টি কারখানা ইতোমধ্যে চালু হয়েছে এবং বাকি ২টির অবকাঠামো নির্মাণ চলছে।


পরিবেশের দিকে নজর রেখে, কেইপিজেডে ৮২২ একর জমিতে প্রায় ৩০ লাখ গাছ লাগানো হয়েছে, এবং প্রতিবছর এখানে দেড় লাখ গাছ রোপণ করা হয়। কেইপিজেড এলাকায় ৩৩টি জলাশয় ও লেক রয়েছে, যা ৬০০ মিলিয়ন গ্যালন বৃষ্টির পানি সংরক্ষণ করতে সক্ষম।


কেইপিজেডে ১০০ একর জমিতে আইটি পার্ক তৈরির কাজ চলছে, যেখানে ইতোমধ্যে ২টি ভবন নির্মিত হয়েছে। আরও ৫০ একর জমিতে ১৬টি উচ্চ ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে, যা সম্পন্ন হলে ২০ হাজার লোকের কর্মসংস্থান হবে।


এই অঞ্চলের সোলার পাওয়ার প্ল্যান্ট থেকে বর্তমানে ৩৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে, যা ভবিষ্যতে ৫০ মেগাওয়াটে পৌঁছানোর লক্ষ্যে কাজ করছে।


কর্মচারীদের জন্য সুবিধা হিসেবে এখানে ক্যান্টিন, বিনামূল্যে চিকিৎসা, এবং চাইল্ড কেয়ার সেন্টার রয়েছে। কর্মচারীরা মাত্র ২ টাকায় দুপুরের খাবার পান।


কেইপিজেডের সভাপতি জাহাঙ্গীর সাদাত জানান, তারা কেইপিজেডকে আধুনিক, পরিবেশবান্ধব ও শ্রমবান্ধব করতে নানা উদ্যোগ গ্রহণ করছেন।


গত ২৮ সেপ্টেম্বর, দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং সিক ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিকাব) সদস্যদের নিয়ে কেইপিজেড পরিদর্শন করেন। রাষ্ট্রদূত বলেন, দক্ষিণ কোরিয়া বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে আগ্রহী এবং দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সহযোগিতা অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।


কেইপিজেড ১৯৯৬ সালে প্রতিষ্ঠার অনুমোদন পায় এবং ১৯৯৯ সালে এর উদ্বোধন হয়। এটি প্রায় আড়াই হাজার একর জমির উপর প্রতিষ্ঠিত।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন