ঢাকা
খ্রিস্টাব্দ

অসুস্থ হয়ে কুমিল্লায় হাসপাতালে ভর্তি বুলু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 897451 জন

  • নিউজটি দেখেছেনঃ 897451 জন
অসুস্থ হয়ে কুমিল্লায় হাসপাতালে ভর্তি বুলু
হাসপাতালে ভর্তি বরকত উল্লাহ বুলু। ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। তাকে কুমিল্লা নগরীর মুন হসপিটালে ভর্তি করা হয়েছে।  


দলীয় নেতারা বলেন, রোববার (৬ এপ্রিল) রাতে বরকত উল্লাহ বুলু নোয়াখালী থেকে ঢাকায় ফেরার পথে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় রাত ৮ টার দিকে তাকে হসপিটালে নেওয়া হয়।  


বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু। 


তিনি বলেন, দলীয় কাজ শেষে ব্যক্তিগত গাড়ি যোগে ঢাকায় ফেরার পথে শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দেয়। তাই তাকে মুন হসপিটালের সিসিইউতে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা হাসপাতালে আছি।  এখন শারীরিক অবস্থা অনেকটা ভালো। রাতের মধ্যেই তা়কে হয়তো ঢাকায় নেয়া হতে পারে। 


এদিকে বুলুর অসুস্থতার খবর পেয়ে অন্যান্য দলীয় নেতাদের মধ্যে হাসপাতালে তাকে দেখতে যান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজী আমিন উর রশিদ ইয়াছিন, কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপি নেতা মোস্তফা জামান, সাবেক সাবেক স্বেচ্ছাসেবক দল নেতা নিজাম উদ্দিন কাউসারসহ দলের দক্ষিণ জেলা ও মহানগর শাখার নেতৃবৃন্দ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
কুমিল্লা
সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ০৭ এপ্রিল ২০২৫, ১২.২২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ