ঢাকা
খ্রিস্টাব্দ

প্রশাসনিক রদবদলে অসন্তোষ বিএনপি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1731115 জন

  • নিউজটি দেখেছেনঃ 1731115 জন
প্রশাসনিক রদবদলে অসন্তোষ বিএনপি
ছবি : সংগৃহীত

শেখ হাসিনা পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করে। এরপর থেকে বিভিন্ন প্রশাসনিক রদবদলে অসন্তোষ প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার (২৩ সেপ্টেম্বর) সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকে বেশ কিছু জেলা প্রশাসকের রদবদলে স্থায়ী কমিটির কয়েকজন নেতা ক্ষোভ প্রকাশ করেন বলে জানা যায়।


বৈঠকে নেতারা বলেন, ‘আওয়ামী লীগের মতো বর্তমান সরকারও যদি নির্বাচন দিতে দেরি করে, তাহলে আবারও ঝুঁকিতে পড়বে দেশ। তাই জনগণের চাহিদার গুরুত্বকে তাদের উপলব্ধি করতে হবে।’


বিএনপির শীর্ষ নেতাদের গুরুত্বপূর্ণ এই বৈঠকে পার্বত্য চট্টগ্রাম, স্থানীয় সরকার নির্বাচনসহ আরও বেশ কয়েকটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সম্প্রতি খাগড়াছড়ি ও রাঙামাটি অঞ্চলে পাহাড়ি-বাঙালি সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেন স্থায়ী কমিটির নেতারা।



বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে সভাপতিত্ব করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান (ভার্চুয়ালি), মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী (ভার্চুয়ালি), সালাহ উদ্দিন আহমেদ, ইকবাল হাসান মাহমুদ টুকু (ভার্চুয়ালি), মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম) ও ডা. এ জেড এম জাহিদ হোসেন। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন