গত বুধবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ উইকেটে ১৬৫ রান করে লখনৌ সুপার জায়ান্টস। সেই ম্যাচে ১০ উইকেটে হারে লোকেশ রাহুলের নেতৃত্বাধীন লখনৌ। বড় ব্যবধানে হারের পর দলের মালিক রীতিমতো ক্ষুব্ধ হন অধিনায়ক লোকেশ রাহুলের ওপর।
মাঠেই অধিনায়ককে কিছু কথা শুনিয়ে দেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যায়, অধিনায়কের ওপর খুব মেজাজ দেখাচ্ছেন আইপিএলের ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা।
সেই ঘটনা নিয়ে দক্ষিণ আফ্রিকান সাবেক তারকা ক্রিকেটার গ্রেম স্মিথ সম্প্রচারকারী চ্যানেলে জানিয়েছেন, উনি এমন একজন মালিক, যিনি খেলার বিষয়ে ভীষণ-ই প্যাশনেট। উনি দলকে অসহায়ভাবে আত্মসমর্পণ করতে দেখলেন। আবেগ সবসময়ই থাকবে। তবে ম্যাচে এত ক্যামেরা রয়েছে যে কোনো কিছু এড়িয়ে যাওয়া মুশকিল। এমন আলোচনা সবসময় বন্ধ দরজার পেছনে হওয়া উচিত। এরপর কী হবে, আমরা সবাই জানি। লোকেশ রাহুল সংবাদ সম্মেলনে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করবেন ওকে কী বলা হয়েছিল!
ক্ষুব্ধ হয়ে সঞ্জীব গোয়েঙ্কা দলের ব্যাটিং নিয়ে প্রশ্ন তুলেছিলেন। দলের খেলার স্টাইল নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। দলের যে খেলার ইচ্ছাই নেই, সেই কথাও জানান রাহুলকে।
হায়দরাবাদের কাছে শোচনীয় হারে বিপদ বেড়েছে লখনৌয়ের। ১২ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ছয় নম্বরে রয়েছে লোকেশ রাহুলরা। নেট রানরেটেও পিছিয়ে। পরের রাউন্ডে যেতে হলে শেষ দুই ম্যাচে জয়ের পাশাপাশি নেট রান রেটে এগিয়ে থাকতে হবে।
২০২১ সালে সঞ্জীব গোয়েঙ্কার আরপিএসজি গ্রুপ ৭০৯০ কোটি টাকায় ফ্র্যাঞ্চাইজির মালিকানা স্বত্ব পায়। নিলামের আগেই প্রি-অকশন ডিলের অংশ হিসেবে কেএল রাহুলকে ১৭ কোটি টাকায় কিনে নেয় লখনৌ। রাহুলের নেতৃত্বে লখনৌ প্ৰথম দুই আসরে রানার্সআপ ও তৃতীয় হয়ে আইপিএল শেষ করে।
এর আগে রাইজিং পুনে সুপার জায়ান্টসের মালিক ছিলেন সঞ্জীব গোয়েঙ্কা। ২০১৬ সালের আইপিএলে ষষ্ঠ পজিশনে শেষ করায় অধিনায়ক ধোনিকে সরিয়ে স্টিভ স্মিথকে নেতৃত্ব দেন।