ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 481902 জন

  • নিউজটি দেখেছেনঃ 481902 জন
শিবচরে পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে কর্মী সম্মেলন অনুষ্ঠিত
ছবি : সংবাদদাতা প্রেরিত।

"চলো চলো ঢাকায় চলো,সমাবেশ সফল করো ,এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলার শিবচর পৌর শাখার উদ্যোগে কর্মী  সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।


শুক্রবার (৪ জুলাই-২০২৫) বিকেলে বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর পৌরসভা কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।


 বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর পৌর শাখার সাবেক সংগ্রামী আমির প্রফেসর আবদুল আজিজ খান এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মাদারীপুর জেলা শাখার কর্ম পরিষদ  সদস্য এবং জেলা সাংগঠনিক সেক্রেটারি অধ্যাপক আবুল হোসেন শিং। 


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর পৌরসভার আমির ডাঃ মোঃ বেলায়েত হোসেন,শিবচর পৌর ওলামা বিভাগের সভাপতি মাওলানা নুরুল ইসলাম,শিবচর পৌর জামায়াতে ইসলামীর সেক্রেটারি প্রফেসর এমদাদ হোসেন, শিবচর পৌর ওলামা বিভাগের সেক্রেটারি মুফতি রায়হান মাহমুদ, যুব বিভাগের সভাপতি মাওলানা মাহবুবুর রহমান, শিবচর পৌর শ্রমিক কল্যান ফেডারেশন এর সভাপতি মোঃ মাঈনুল ইসলাম সিদ্দিকীসহ আরো অন্যান্য নেতৃবৃন্দ।


প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, স্বাধীনতার পর থেকে বাংলাদেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, তবে নীতি ও আদর্শে কোনো মৌলিক পরিবর্তন দেখেনি। দেশে প্রকৃত ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং ইনসাফ কায়েম করতে হলে নিজেকে পরিবর্তনের মাধ্যমে সমাজ পরিবর্তনে এগিয়ে আসতে হবে। জুলাই বিপ্লবে আমাদের দেশের ছাত্র জনতা অগ্রনী ভূমিকা পালন করে তা দেখিয়েছেন। ঢাকায় আগামীর সমাবেশ সফল করার জন্য আমাদেরকে ১৪ লক্ষ কর্মী নিয়ে বায়তুল মোকারম মসজিদের দক্ষিণ গেটে উপস্থিত থাকতে হবে। 



বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী  শিবচর পৌর শাখার আমির ডাঃ মোঃ হোসেন বলেন, ৫ আগস্ট পর বাংলাদেশে জামায়াতে ইসলামীর জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে।এই অনুকূল পরিবেশে আমাদেরকে ইসলামের জন্য কাজ করে যেতে হবে, মানুষকে বেশি বেশি ইসলামের পথে দাওয়াত দিতে হবে।তাদেরকে জামায়াতে ইসলামীর সৌন্দর্য্য বুঝাতে হবে। আগামীর  বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য বাংলাদেশ জামায়াতে ইসলামী আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। 


 এ সময়ে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শিবচর পৌরসভার ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ-দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।


পরিশেষে মাননীয় সভাপতির বক্তব্য এবং মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শেষ হয়। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ১১.৪৭ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ