চট্টগ্রামের বোয়ালখালীতে বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহন কারী দলের সাথে মতবিনিময় ও টুর্নামেন্টের ড্র অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি) উপজেলা পোপাদিয়া ইউনিয়ন শহীদ জিয়া স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের মতবিনিময় সভায় উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক এস,এম মেহেদী হাসান সুজন সভাপতিত্ব করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোসলিম মিয়া, সিজেকেএস কাউন্সিলর কাজি জসিম উদ্দিন, নজরুল ইসলাম বাবু, ইকবাল হোসেন, সৈয়দ দিদারুল আলম রিটন, মো: ওসমান, আবদুল হালিম, মোহাম্মদ রোকন, শফিউল করিম, পার্থ সারথী, রোবায়, অন্তু, সিপাত, বাবুল প্রমূখ।
খেলায় অংশগ্রহন করবে ১২ টি দল। উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার (৩১ জানুয়ারী) বিকাল ৩টায় উপজেলা স্টেডিয়াম কধুরখীল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ। উদ্বোধনী খেলায় প্রতিন্দ্বন্দ্বীতা করবেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বনাম কর্ণফুলি ক্লাব চট্টগ্রাম। নক আউট পদ্ধতিতে এই খেলা অনুষ্ঠিত হবে।