চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলীপ বিশ্বাস (৩৫) ও তার স্ত্রী সাধনা বিশ্বাস (৩০) এবং তাদের একমাত্র মেয়ে আরাধ্য বিশ্বাস (০৬) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং নিউরো ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।
মঙ্গলবার রাতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে সাতজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান।
দিলীপ বিশ্বাসের মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে তার পরিবার ও গ্রামে। তার বাবা-মা এবং আত্মীয়-স্বজনের শোক গভীর হয়েছে। দিলীপের পরিবার ছিল তার উপরেই নির্ভরশীল, এবং এখন তার একমাত্র মেয়ে আরাধ্য বিশ্বাসের ভবিষ্যত নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।
এ ঘটনায় এলাকার মানুষ ও আত্মীয়স্বজন শোকাহত এবং দিলীপের বোনেরা তার চিকিৎসা খরচ নিয়ে উদ্বিগ্ন।