ঢাকা
খ্রিস্টাব্দ

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত

সড়ক দূর্ঘটনায় মা-বাবা হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুকন্যা ‘আরাধ্য’

ঝিনাইদহের এক পরিবারের তিন সদস্যসহ স্বামী-স্ত্রী নিহত
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ৩.৩২ পূর্বাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ৩.৪৬ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 905150 জন

  • নিউজটি দেখেছেনঃ 905150 জন
সড়ক দূর্ঘটনায় মা-বাবা হারিয়ে হাসপাতালে চিকিৎসাধীন শিশুকন্যা ‘আরাধ্য’
- সড়ক দুর্ঘটনায় নিহত দিলীপ বিশ্বাস ও তার স্ত্রী সাধনা বিশ্বাস এবং ইনসেটে আহত তাদের একমাত্র মেয়ে আরাধ্য বিশ্বাস।

চট্টগ্রামের লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত হয়েছেন, যার মধ্যে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার বোয়ালিয়া গ্রামের দিলীপ বিশ্বাস (৩৫) ও তার স্ত্রী সাধনা বিশ্বাস (৩০) এবং তাদের একমাত্র মেয়ে আরাধ্য বিশ্বাস (০৬) গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ২৮ নং নিউরো ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার রাতে কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে চট্টগ্রামের লোহাগাড়ার চুনতি এলাকায় রিলাক্স পরিবহনের বাসের সঙ্গে মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়, এতে সাতজন ঘটনাস্থলেই নিহত হন। আহতদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দুইজন এবং লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একজন মারা যান।

দিলীপ বিশ্বাসের মৃত্যুর খবর শোকের ছায়া ফেলেছে তার পরিবার ও গ্রামে। তার বাবা-মা এবং আত্মীয়-স্বজনের শোক গভীর হয়েছে। দিলীপের পরিবার ছিল তার উপরেই নির্ভরশীল, এবং এখন তার একমাত্র মেয়ে আরাধ্য বিশ্বাসের ভবিষ্যত নিয়ে উদ্বেগে রয়েছেন স্বজনরা।

এ ঘটনায় এলাকার মানুষ ও আত্মীয়স্বজন শোকাহত এবং দিলীপের বোনেরা তার চিকিৎসা খরচ নিয়ে উদ্বিগ্ন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ব্যুরো প্রধান | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ৩.৩২ পূর্বাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ০৩ এপ্রিল ২০২৫, ৩.৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ