চট্টগ্রামের মিরসরাইয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় জুয়েল বৈদ্য রাজীব (৪০) নামে এক ব্যবসায়ী নিহত হয়েছেন। মঙ্গলবার (১ এপ্রিল) রাত ৯টায় ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের ঘরতাকিয়া এলাকায় আনসার ক্যাম্প সংলগ্ন আনসার ভিডিপি ক্লাবের সামনে এই দুর্ঘটনা ঘটে। জুয়েল বৈদ্য উপজেলার ৮নং দুর্গাপুর ইউনিয়নের উত্তর হাজীশ্বরাই গ্রামের বিমল বৈদ্যের ছেলে। জুয়েলের স্ত্রী ও ২ কন্যা সন্তান রয়েছে।
এদিকে অকালে চলে যাওয়া জুয়েল বৈদ্য’র স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাজীশ্বরাই গ্রামের পরিবেশ। বাবা-মা-স্ত্রী-কন্যা-স্বজন-প্রতিবেশি সবাই হতভম্ব। মানতেই পারছেনা তাদের প্রিয় মানুষটি আর এই ধরাধামে নেই। অবুঝ শিশু কন্যারা এখনো পিতা ঘরে ফিরে আসার অপোলক নয়নে অপেক্ষা।
নিহত জুয়েল বৈদ্য জোরারগঞ্জ বাজারের বিমল টিম্বার এন্ড ফার্নিচারের পরিচালক ছিলেন। তিনি মানবাধিকার সংগঠন ‘হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান’র সহযোগী সংগঠন ‘যুব ঐক্য পরিষদ’ মিরসরাই উপজেলা শাখার আহ্বায়কের দায়িত্ব ছিলেন। এছাড়াও মিরসরাই পুজা উদযাপন পরিষদের সাবেক প্রচার সম্পাদক ছিলেন।
জুয়েলের স্বজন সাংবাদিক রাজিব মজুমদার বলেন, জুয়েল বৈদ্য মঙ্গলবার রাতে ব্যবসায়িক কাজ শেষ করে ভাড়া বাসায় মোটরসাইকেলে করে ফিরছিলেন। পথিমধ্যে ঘরতাকিয়া এলাকায় আনসার ভিডিপি ক্লাবের সামনে এক পথচারীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি গাছের সাথে ধাক্কা লাগে তার মোটরসাইকেল। পরবর্তীতে স্থানীয়রা উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে শেষ নি:শ্বাস ত্যাগ করে।
বুধবার (২ এপ্রিল) দুপুরে পারিবারিক শ্মশানে তার শেষ কৃত্য সম্পন্ন করা হয় করা হয়।
জোরারগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ সরকার আবদুল্লাহ আল মামুন ঘরতাকিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী জুয়েল বৈদ্য নিহতের বিষয়ে সত্যতা নিশ্চিত করেছেন। এ দূর্ঘটনা কাঁদিয়েছে সকল সম্প্রদায়ের মানুষকে।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন মিরসরাই উপজেলা ‘হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ এবং পুজা উদযাপন পরিষদ’ নেতৃবৃন্দ এছাড়া এক বিবৃতিতে শোকবার্তা জানিয়েছেন হিন্দু , বৌদ্ধ, খ্রিষ্ট্রান-যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটি।