ঢাকা
খ্রিস্টাব্দ

পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার -১

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২.৪৯ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২.৪৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 933236 জন

  • নিউজটি দেখেছেনঃ 933236 জন
পিরোজপুরে চাঁদাবাজির অভিযোগে গ্রেফতার -১
- ছবি সংবাদদাতা প্রেরিত।

পিরোজপুরের ভান্ডারিয়ায় পৌর শহরের আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবী করে প্রতিপক্ষরা। ওই টাকা দিতে অস্বীকার করলে তার বাড়িতে হামলা চালিয়েছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। এতে ওই ব্যবসায়ীর বৃদ্ধ মা ও বাবাসহ পরিবারের ৪ জন আহত হয়। পরে ভুক্তভোগী ব্যবসায়ী বাদী হয়ে মামলা দায়ের করলে রুহুল আমীন হাওলাদার (৪০) নামে এক আসামীকে গ্রেফতার করে পুলিশ। শনিবার (১৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছে ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার। 

ব্যবসায়ী আব্দুর রাজ্জাক বলেন, গিয়াস চাপরাশী, সবুজ চাপরাশী, হারুন চাপরাশীসহ কিছু সন্ত্রাসীরা বলে যে, তুই আমাদের বিরুদ্ধে মামলা দিয়েছিস। মামলা পরিচালনা করতে আমাদেরকে পাঁচ লক্ষ টাকা দিতে হবে। আমি চাঁদা দিতে অস্বীকার করলে আমাদের উপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে লোহার রড দিয়ে জখম করে এবং হত্যার হুমকি দেয়। ঘরের মধ্যে থাকা আসবাবপত্রসহ দুটি এসি ভাংচুর করে। এতে প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার ক্ষতি হয়। এ সময় একটি এসিসহ বিভিন্ন মালামাল নিয়ে যায়। এবং একটি মোটরসাইকেলসহ অন্যান্য মালামাল কুপিয়ে ভাংচুর করে রেখে যায়। 

এ ব্যাপারে ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার জানান, আব্দুর রাজ্জাক নামে এক ব্যবসায়ী তার বাড়ি ভাংচুর ও পরিবারের লোকজনের উপ হামলার অভিযোগে  মামলা দায়ের করলে রুহুল আমিন নামে একজন আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্যদের  গ্রেফতারের চেষ্টা চলছে। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

জালিস মাহমুদ | সংবাদদাতা
পিরোজপুর
শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২.৪৯ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৫ মার্চ ২০২৫, ২.৪৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ