ঢাকা
খ্রিস্টাব্দ

না-ফেরার দেশে ঢাবি’র সাবেক ভিসি আরেফিন সিদ্দিক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২.৫১ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২.৫১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 957073 জন

  • নিউজটি দেখেছেনঃ 957073 জন
না-ফেরার দেশে ঢাবি’র সাবেক ভিসি আরেফিন সিদ্দিক
- ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং প্রখ্যাত গণযোগাযোগ ও সাংবাদিকতার অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক আর নেই। আজ রাত ১০:৪৫ মিনিটে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক গণমাধ্যমকে মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

এরআগে, গত ৬ মার্চ ঢাকা ক্লাবে অসুস্থ হয়ে পড়েন অধ্যাপক আরেফিন সিদ্দিক। সেখানে কথা বলার সময় তিনি হঠাৎ পড়ে যান এবং দ্রুত তাকে ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাকে নিউরো আইসিইউতে ভর্তি করা হয় এবং লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

২০০৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২৭তম উপাচার্য হিসেবে দায়িত্ব নেন অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। ২০১৭ সালে তার উপাচার্য পদ শেষে তিনি পুনরায় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে অধ্যাপক হিসেবে যোগ দেন। ২০২০ সালের জুন মাসে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা থেকে অবসর নেন।

অধ্যাপক আরেফিন সিদ্দিকের জানাজার স্থান এখনও চূড়ান্ত হয়নি। তবে তার ছোট ভাই সাইফুল্লাহ সিদ্দিক জানিয়েছেন, পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল আজিমপুর কবরস্থানে মা-বাবার কবরের পাশে অধ্যাপক সিদ্দিকের দাফন করা হবে।

উল্লেখ্য, অধ্যাপক আরেফিন সিদ্দিক ১৯৯৩ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। এই সময়ে তিনি পদাধিকারবলে বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির যুগ্ম সম্পাদক, ১৯৯৪ ও ১৯৯৬ সালে সাধারণ সম্পাদক এবং ২০০৪ ও ২০০৫ সালে সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৯৭ থেকে ২০০০ সাল পর্যন্ত বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হিসেবে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। এ ছাড়া স্পেনের রাজার পক্ষ থেকে ২০১১ থেকে ২০১২ সালে নারী উন্নয়ন, নারী শিক্ষা ও সামগ্রিক সামাজিক উন্নয়ন কার্যক্রমে নেতৃত্বের স্বীকৃতি হিসেবে এই শিক্ষাবিদ ‘অর্ডার অব সিভিল মেরিট’-এ ভূষিত হন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২.৫১ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ১২.৫১ পূর্বাহ্ন