ঢাকা
খ্রিস্টাব্দ

রয়টার্সকে নাহিদ ইসলাম

নির্বাচনের পূর্বে ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কিত ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.৫৫ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.৫৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 989145 জন

  • নিউজটি দেখেছেনঃ 989145 জন
নির্বাচনের পূর্বে ‘জুলাই ঘোষণাপত্র’ সম্পর্কিত ঐকমত্য প্রতিষ্ঠা জরুরি

সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে ঐকমত্যে পৌঁছা জরুরি। এটি একটি নীতি ঘোষণাপত্র, যা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করতে চায়।


তিনি বলেন, এই ঘোষণাপত্রটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত করবে এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবে। যখন অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি দেয়, তখন ছাত্র আন্দোলনকারীরা সংবিধান পরিবর্তনের দাবি প্রত্যাহার করেছেন।


নাহিদ বলেন, ‘যদি আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের জন্য ডাক দিতে পারব। তবে যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত।’


গতকাল বৃহস্পতিবার ঢাকার সরকারি বাসভবনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রমের অবস্থা বিবেচনায় নিয়ে আমি মনে করি না যে জাতীয় নির্বাচন এখন সম্ভব।’ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে ব্যাপক, কখনো সহিংস ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন।


এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার চলতি মাসেই জানায়, যদিও দেশে এখনো অস্থিরতা অব্যাহত রয়েছে, তার পরও ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।  


সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম যে স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়।


সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন নাহিদ ইসলাম। তিনিই প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিক, যিনি ড. ইউনূসের ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন। নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে মাত্র এক সপ্তাহ আগে গঠিত এনসিপি তাতে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত থাকবে।


নাহিদ জানান, বাংলাদেশ জুড়ে অনেক ধনী ব্যক্তি দলটিকে অর্থায়ন করছেন। দলটি শিগগিরই নতুন কার্যালয় স্থাপনের জন্য এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠনে গণতহবিল সংগ্রহের দিকে ঝুঁকবে।


সদ্য গঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রধান নাহিদ ইসলাম বলেছেন, নির্বাচনের আগে ‘জুলাই বিপ্লবের ঘোষণাপত্র’ নিয়ে ঐকমত্যে পৌঁছা জরুরি। এটি একটি নীতি ঘোষণাপত্র, যা অন্তর্বর্তী সরকার রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের নেতাদের সঙ্গে পরামর্শ করে প্রস্তুত করতে চায়।



তিনি বলেন, এই ঘোষণাপত্রটি বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলিত করবে এবং গত বছরের সহিংসতায় নিহত এক হাজার মানুষের প্রতি শ্রদ্ধা জানাবে। যখন অন্তর্বর্তী সরকার এই ঘোষণাপত্র তৈরির প্রতিশ্রুতি দেয়, তখন ছাত্র আন্দোলনকারীরা সংবিধান পরিবর্তনের দাবি প্রত্যাহার করেছেন।



নাহিদ বলেন, ‘যদি আমরা এক মাসের মধ্যে ঐকমত্যে পৌঁছতে পারি, তাহলে আমরা অবিলম্বে নির্বাচনের জন্য ডাক দিতে পারব। তবে যদি বেশি সময় লাগে, তাহলে নির্বাচন পিছিয়ে দেওয়া উচিত।’


গতকাল বৃহস্পতিবার ঢাকার সরকারি বাসভবনে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া প্রথম সাক্ষাৎকারে নাহিদ বলেন, ‘বর্তমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রমের অবস্থা বিবেচনায় নিয়ে আমি মনে করি না যে জাতীয় নির্বাচন এখন সম্ভব।’


সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের আগস্টে ব্যাপক, কখনো সহিংস ছাত্র আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত হন।



এরপর নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। এই সরকার চলতি মাসেই জানায়, যদিও দেশে এখনো অস্থিরতা অব্যাহত রয়েছে, তার পরও ২০২৫ সালের শেষ নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।  

সাবেক উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘গত সাত মাসে আমরা সবাই আশা করেছিলাম যে স্বল্পমেয়াদি সংস্কারের মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও পুলিশের কার্যক্রম স্বাভাবিক হবে। কিছুটা উন্নতি হয়েছে, কিন্তু আমাদের প্রত্যাশা অনুযায়ী নয়।



সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল গঠন করেছেন নাহিদ ইসলাম। তিনিই প্রথম গুরুত্বপূর্ণ রাজনীতিক, যিনি ড. ইউনূসের ঘোষিত নির্বাচনের সময়সীমা নিয়ে সন্দেহ প্রকাশ করলেন।


নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অনুষ্ঠিত হলে মাত্র এক সপ্তাহ আগে গঠিত এনসিপি তাতে অংশ নিতে সম্পূর্ণ প্রস্তুত থাকবে।


নাহিদ জানান, বাংলাদেশজুড়ে অনেক ধনী ব্যক্তি দলটিকে অর্থায়ন করছেন। দলটি শিগগিরই নতুন কার্যালয় স্থাপনের জন্য এবং নির্বাচনের জন্য একটি তহবিল গঠনে গণতহবিল সংগ্রহের দিকে ঝুঁকবে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.৫৫ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৭ মার্চ ২০২৫, ৫.৫৫ অপরাহ্ন