মাদারীপুরের শিবচরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর উপজেলা শাখার উদ্যোগে ঈদ পরবর্তী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
শনিবার (২১ জুন-২০২৫) দুপুর ১টার দিকে উপজেলার আবুল খায়ের চৌধুরী স্পোর্টস গ্রাউন্ড মাঠে বর্ণাঢ্য এ আয়োজন করা হয়।
শিবচর উপজেলার সাবেক সভাপতি আবু জাফর মোহাম্মদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং শিরুয়াইল ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক মেজবাহ উদ্দিন টিপুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা বিএনপি'র সদস্য সচিব জাহাঙ্গীর আলী জাহান।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন-মাদারীপুর জেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু,মাদারীপুর জেলা বিএনপি'র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন (লাভলু) সিদ্দিকী,মাদারীপুর জেলা বিএনপি'র সদস্য নাদিরা মিঠু চৌধুরী,শিবচর উপজেলা বিএনপির (ভারপ্রাপ্ত)সভাপতি ইয়াজ্জেম হোসেন রোমান,শিবচর উপজেলা বিএনপি'র সাধারন সম্পাদক মোঃ জহের গোমস্তা,সাংগঠনিক সম্পাদক দীপু হাওলাদার,শিবচর পৌর বিএনপি'র সভাপতি শাহাদাত হোসেন শফিক,সাধারণ সম্পাদক ইমতিয়ার চৌধুরী ,শিবচর উপজেলা বিএনপি'র অন্যতম নেতা আজমল হুদা চৌধুরিসহ বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাহান্দার আলী জাহান বলেন, সংস্কার ছাড়া কোন নির্বাচন জাতির জন্য অশুভ,জাতির জন্য অশনি সংকেত বয়ে আনবে।আমাদের নেতা আগামীর দেশনায়ক তারেক রহমান সংস্কারের পক্ষে। তাঁর নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। তিনি আমাদেরকে যে দিকনির্দেশনা দিবেন আমরা সেটা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবো।
বিশেষ অতিথির বক্তব্যে এ্যাডভোকেট জামিনুর হোসেন বলেন,ফ্যাসিস্ট শেখ হাসিনা দীর্ঘ আঠারো বছর আমাদের উপর অনেক অত্যাচার করেছে। আমরা সব মুখ বুঁজে সহ্য করেছি।আমাদের এখানে অন্য কোন অপশক্তি যাতে মাথা উঁচু করে দাঁড়াতে না পারে সে বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে।
বাংলাদেশে থেকে চাঁদাবাজি,সন্ত্রাস,মাদক,দূর্নীতি চিরতরে নির্মূল করতে হলে আপনাদেরকে বিএনপিতে ভোট দিতে হবে।
পরিশেষে সভাপতির বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।