রাঙ্গামাটি পার্বত্য জেলার লংগদুতে থানা পুলিশের আয়োজনে রবিবার (৭ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় জেন্ডার ভিত্তিক সহিংসতা, ভিক্টিম সাপোর্ট পরিসেবা জনসচেতনতা বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
লংগদু উপজেলা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে লংগদু থানার অফিসার ইনচার্জ মোঃ ফেরদৌস ওয়াহিদ এর সভাপতিত্বে "জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিসেবা বিষয়ক জনসচেতনতা মূলক কর্মসূচি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশ বাঘাইছড়ি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান।
এসময়ে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী লংগদু উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) লংগদু উপজেলার সাংগঠনিক সম্পাদক ও মাইনীমুখ বাজার কমিটির সভাপতি মোঃ আবুল কাশেম মেম্বার, লংগদু বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি রঞ্জন চাকমা, থানার ওসি (তদন্ত) সরজিৎ দেব নাথ ও সাবেক উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আনোয়ারা বেগম, লংগদু প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি এবিএস মামুন সহ প্রমুখ।
কর্মশালায় বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতন হতে হবে। সচেতনতাই পারে আমাদের জেন্ডার ভেদাভেদহীন সমাজ গড়তে, নারী শিশুদের অধিকার রক্ষা করতে।
বক্তারা জেন্ডার ভিত্তিক সহিংসতা ও ভিক্টিম সাপোর্ট সেন্টারের পরিসেবা এবং জনসচেতনতা মূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।