ঢাকা
খ্রিস্টাব্দ

পুলিশবাহিনী পুরোদমে কাজ শুরু করেছে

---স্বরাষ্ট্র উপদেষ্টা
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন

আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1235577 জন

  • নিউজটি দেখেছেনঃ 1235577 জন
পুলিশবাহিনী পুরোদমে কাজ শুরু করেছে
ছবি : সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘পুলিশবাহিনী পুরোদমে কাজ শুরু করেছে। শুধু নির্বাচন নয়, যেকোনও পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে পুলিশ বাহিনী।’ বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে মুন্সীগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে জেলার আইনশৃঙ্খলা এবং সার্বিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এসব কথা বলেন তিনি।


এ সময় উপদেষ্টা আরও বলেন, ‘ইজতেমা ময়দান এলাকার পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। সেখানে সংঘাতের ঘটনায় তদন্ত চলছে। টঙ্গী ইজতেমার মাঠে যারা অপরাধ ও বিশৃঙ্খলা করেছে তাদের সবাইকে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা হবে।’ জাতীয় নির্বাচন নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে প্রধান উপদেষ্টা এবং নির্বাচন কমিশন ভালো বলতে পারবেন।’ এর আগে মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতের সভাপতিত্বে জেলার আইনশৃঙ্খলার সার্বিক বিষয়ে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার | লাল সবুজ বাংলাদেশ
ঢাকা
শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন
আপডেট : শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ১২.২০ পূর্বাহ্ন