ঢাকা
খ্রিস্টাব্দ

বাংলাদেশ ইস্যুতে নিরাপত্তা কমিটির সঙ্গে মোদীর বৈঠক

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1825503 জন

  • নিউজটি দেখেছেনঃ 1825503 জন
বাংলাদেশ ইস্যুতে নিরাপত্তা কমিটির সঙ্গে মোদীর বৈঠক
ছবি : সংগৃহীত

বাংলাদেশের চলমান ইস্যু নিয়ে সংসদীয় নিরাপত্তা কমিটির সঙ্গে বেঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার (৫ আগস্ট) বিকেলে তার সরকারি বাসভবনে এই বৈঠক হয়েছে। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।


এর আগে ছাত্রজনতার বিক্ষোভের মুখে দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। সঙ্গে রয়েছেন তার বোন শেখ রেহানাও। ইন্ডিয়াটুডের এক লাইভ প্রতিবেদনে বলা হয়েছে, ভারত থেকে তিনি লন্ডনে যেতে পারেন।



তবে এবারই প্রথম নয়, এর আগেও তিনি ভারতে আশ্রয় নিয়েছিলেন। শেখ মুজিবুর রহমানকে ঢাকায় পরিবারসহ হত্যার পর তিনি ভারতের রাজধানী দিল্লিতে ছয় বছর ছিলেন।


ভারতীয় সম্প্রচারমাধ্যম সিএনএন-নিউজ১৮ জানিয়েছে, অন্য দেশে যাওয়ার জন্য বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে ‘সেফ প্যাসেজ’ দেবে ভারত সরকার।



ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ বিমান ঘাঁটিতে অবতরণের পর শেখ হাসিনা দেশটির জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে সাক্ষাৎ করেছেন।



শেখ হাসিনার ঘনিষ্ঠ একজন ব্যক্তি বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, তিনি ও তার বোন গণভবন ছেড়ে নিরাপদ আশ্রয়ে চলে গেছেন। যাওয়ার আগে তিনি একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন। তবে সেই সুযোগ পাননি তিনি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ