ঢাকা
খ্রিস্টাব্দ

আত্রাইয়ে নিখোঁজের দুই দিনেও মিলেনি রুবেলের খোঁজ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৭.৫৪ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ৭.৫৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 634323 জন

  • নিউজটি দেখেছেনঃ 634323 জন
আত্রাইয়ে নিখোঁজের দুই দিনেও মিলেনি রুবেলের খোঁজ
ছবি : সংবাদদাতা প্রেরিত।

নওগাঁর আত্রাইয়ে নিখোঁজের দুই দিন অতিবাহিত হলেও এখনো মিলেনি রুবেল 'র খোঁজ।  নিখোঁজ রয়েছে রুবেল ।আশংকা এবং উৎকন্ঠায় দিন কাটাচ্ছে নিখোঁজের পরিবার। 


উপজেলার শাহাগোলা ইউনিয়ন এর ছোটডাঙ্গা গ্রামের খলিল মন্ডলের ছেলে রুবেল (৩০) ।  তার পরিবারের সুত্রে জানা গেছে  ২০শে মে বুধবার আনুমানিক সন্ধা ৬টায় ব্যাবসায়ীক কাজে সাইকেল যোগে শাহাগোলা রেলওয়ে স্টেশন বাজারে উদ্দেশ্যে রওয়ানা দেয় রুবেল। তার পর থেকেই নিখোঁজ রয়েছে। পরদিন বৃহস্পতিবার সকালে ষ্টেশন বাজারে খোঁজ নিতে গেলে পথিমধ্যে ময়ানের ব্রীজ চত্বর এলাকায় তার বাইসাইকেল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বিষয় টি তার পরিবারের সদস্যদের অবগত করলে নিখোঁজ রুবেল এর বাবা আত্রাই থানায় যোগাযোগ করেন এবং সাধারণ ডায়রি করেন। 


 এদিকে নিখোঁজের দুই দিন পার হয়ে গেলে ও বাড়ি ফিরে আসেনি রুবেল আশংকা উৎকন্ঠায় দিন কাটাচ্ছে তার পরিবার। 


এবিষয়ে নিখোঁজ রুবেল এর স্ত্রী কান্না জড়িত কন্ঠে আর্তনাদ করে  বলেন সম্ভব্য সকল যায়গায় খোঁজ নিয়ে ও কোন খোঁজ পাওয়া যায়নি। 


আমরা সাধারণ মানুষ আমার স্বামী  সামান্য কাঁচামালের এবং কলা ব্যাবসা করে জীবিকা নির্বাহ করে। তিনি বলেন  তার একটি সন্তান আছে। পুলিশ  প্রশাসন তাদের সার্বিক প্রচেষ্টার মধ্যে দিয়ে তার স্বামী কে খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেবেন এমনটাই প্রত্যাশা। 


এবিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ ওসি শাহাবুদ্দিন বলেন বিষয়টি নিয়ে কাজ করছি আমরা তদন্ত চলমান আছে। 



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নাসির উদ্দীন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আত্রাই, নওগাঁ
শুক্রবার, ২৩ মে ২০২৫, ৭.৫৪ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ২৩ মে ২০২৫, ৭.৫৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ