ঢাকা
খ্রিস্টাব্দ

ভূঞাপুরে রঞ্জুকে পিটিয়ে হত্যা: আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ৯.৫১ অপরাহ্ন

আপডেট : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ৯.৫১ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 917055 জন

  • নিউজটি দেখেছেনঃ 917055 জন
ভূঞাপুরে রঞ্জুকে পিটিয়ে হত্যা: আসামিদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ভূঞাপুরে মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারীকে পিটিয়ে হত্যার প্রতিবাদে অবিলম্বে আসামিদের গ্রেফতার ও বিচারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।


এছাড়াও তারা আসামিদের বিচারের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করে।


শনিবার (২৯ মার্চ) বেলা ১১টার দিকে যমুনা সেতু-ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে বাগবাড়ি বাসস্ট্যান্ডে এ কর্মসূচি পালিত হয়।


এসময় বক্তব্য রাখেন রঞ্জুর বাবা আব্দুর রাজ্জাক, চাচী শিউলি আক্তার জুঁই, মোস্তাক, নূরী আক্তার, আব্দুল আউয়াল প্রমুখ।


বক্তারা বলেন, খুনের ঘটনায় মামলা হলেও পুলিশ এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি। দ্রুত আসামিদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়।


উল্লেখ্য, টাঙ্গাইলের বাসাইল উপজেলার কাশিল গ্রামের মাদকাসক্ত ফরিদ খানকে তার পরিবার চিকিৎসার জন্য টাঙ্গাইলের বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে। তারা গত ২২ মার্চ বৃজ মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের কর্মচারী রঞ্জুসহ কয়েকজন বাসাইল উপজেলার কাশিল এলাকায় মাদকাসক্ত ফরিদ খানকে আনতে গেলে তাদের উপর হামলা চালানো হয়।


এসময় রঞ্জু গুরুতর আহত হয়। তাকে প্রথম টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়। ২৩ মার্চ বিকালে তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী নূরী বাদি হয়ে ৬ জনকে আসামি করে বাসাইল থানায় মামলা দায়ের করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মো. শহিদুল ইসয়াম | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
টাঙ্গাইল
শনিবার, ২৯ মার্চ ২০২৫, ৯.৫১ অপরাহ্ন
আপডেট : শনিবার, ২৯ মার্চ ২০২৫, ৯.৫১ অপরাহ্ন