ঢাকা
খ্রিস্টাব্দ

শিবচরে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 431001 জন

  • নিউজটি দেখেছেনঃ 431001 জন
শিবচরে দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচর উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে এবং শিবচর উপজেলা বিএনপির  আহ্বায়ক, আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লার নেতৃত্বে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান- এর বিরুদ্ধে ক্রমাগত ষড়যন্ত্রমুলক মিথ্যাচার ও অপপ্রচার এবং মিটফোর্ডে পাশবিক হত্যাকান্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং দেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (১৯  জুলাই) বিকাল ৫ টায় শিবচর উপজেলার বাস টার্মিনালে সমাবেশ শেষে, শিবচর বাস টার্মিনাল থেকে শুরু হয়ে সড়ক ৭১ রোড হয়ে শ্যামলী মোড় থেকে বিক্ষোভ মিছিল প্রধান দিয়ে বাস টার্মিনাল নামক স্থানে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন মাদারীপুর-১ (শিবচর) আসনের  বিএনপির মনোনয়ন প্রত্যাশী, শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক, আগামী সংসদ নির্বাচনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী জনাব কামাল জামান মোল্লা । এ সময় তৃণমূল বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মীগণ মিছেলে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন।



বিক্ষোভ মিছিল সম্পর্কে জানতে চাইলে শিবচর উপজেলা বিএনপি'র আহবায়ক জনাব কামাল জামান মোল্লা বলেন, জিয়াউর রহমান ও তার পরিবারের বিপক্ষে একটি কুচক্রী মহল উঠেপড়ে লেগেছে। তারা ভিত্তিহীন মিথ্যা বানোয়াট গুজব ছড়াচ্ছে প্রতিদিন।


বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন শিবচর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ শাহজাহান সাজু মোল্লা, উপজেলা বিএনপির নেতা মোঃ সাহাদাত হোসেন খান, আজমল হোসেন খান সেলিম, শহিদুল ইসলাম শহিদ চেয়ারম্যানসহ উপজেলা ও পৌরসভা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১৯ জুলাই ২০২৫, ১০.৩৯ অপরাহ্ন