ঢাকা
খ্রিস্টাব্দ

জেলেনস্কির কৃষিমন্ত্রীকে কারা হেফাজতে নেওয়ার নির্দেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1908535 জন

  • নিউজটি দেখেছেনঃ 1908535 জন
জেলেনস্কির কৃষিমন্ত্রীকে কারা হেফাজতে নেওয়ার নির্দেশ
ছবি : সংগৃহীত

দুর্নীতির অভিযোগে ইউক্রেনের কৃষিমন্ত্রী মিকোলা সলস্কিকে শুক্রবার পুলিশ হেফাজতে নেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। তার বিরুদ্ধে রাষ্ট্রের মালিকানার একটি জমি অবৈধভাবে অধিগ্রহণ করার অভিযোগ করা হয়েছে। যে জমির মূল্য ৭০ লাখ মার্কিন ডলার।



২০১৭ সাল থেকে ২০২১ সালের মধ্যে তিনি ওই জমি অধিগ্রহণ করেন বলে জানা গেছে। যদিও সলস্কি তার বিরুদ্ধে ওঠা এই অভিযোগ অস্বীকার করেছেন।


২০২২ সালের মার্চে ইউক্রেনের কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব নেন সলস্কি। তার জামিনের জন্য ১৯ লাখ মার্কিন ডলার জামানত নির্ধারণ করে দিয়েছে আদালত।


শুক্রবার আদালতের রায় আসার আগেরদিনই নিজের পদত্যাগ পত্র জমা দেন সলস্কি। কিন্তু ইউক্রেনের পার্লামেন্ট তার পদত্যাগপত্র এখনও গ্রহণ করেনি। তাই কার্যত তিনিই এখনও দেশটির কৃষিমন্ত্রী।


ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির আমলে সলস্কিই প্রথম কোনো মন্ত্রী যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে।


বিচারক আগামী ২৪ জুন পর্যন্ত সলস্কিকে কারা হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বৃহস্পতিবারের শুনানিতে বলেন, সলস্কির বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে যদি সেটা প্রমাণিত হয়ে তবে তার সর্বোচ্চ ১২ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।


এ বিষয়ে মন্তব্যের জন্য বার্তা সংস্থা রয়টার্স সলস্কির সঙ্গে যোগাযোগ করতে পারেনি।


দুই বছর আগে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার অভিযান শুরু হওয়ার পর নিজেদের শস্য উৎপাদন শিল্পকে বাঁচিয়ে রাখতে কিয়েভ যেসব উদ্যোগ নিয়েছে তাতে মূল ভূমিকা পালন করেছেন ৪৪ বছর বয়সি সলস্কি। অভিযান শুরুর পর রাশিয়া কৃষ্ণ সাগর দিয়ে ইউক্রেনের শস্য রপ্তানি পুরোপুরি বন্ধ করে দেয়। এছাড়া, কৃষি জমিতে মাইন পুঁতে এবং শত একর জমি দখল করে রাশিয়া ইউক্রেনের কৃষি উৎপাদনে বাধার সৃষ্টি করেছে।


ইউক্রেনের জাতীয় দুর্নীতি দমন ব্যুরো জানায়, সলস্কির বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটি সাড়ে ৭৩ লাখ মার্কিন ডলার সমমূল্যের রাষ্ট্রীয় মালিকানাধীন জমি অধিগ্রহণের সঙ্গে সংশ্লিষ্ট।


সলস্কিকে হেফাজতে নেওয়ার আদালতের নির্দেশের বিষয়ে প্রতিক্রিয়া জানতে রয়টার্স থেকে ইউক্রেনের একটি বড় ফার্ম ইউনিয়নের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন