ঢাকা
খ্রিস্টাব্দ

নওগাঁর বদলগাছীতে অঞ্জু নুরে ঐশী নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ সংবাদদাতা ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1908869 জন

  • নিউজটি দেখেছেনঃ 1908869 জন
নওগাঁর বদলগাছীতে অঞ্জু নুরে ঐশী নামে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার
ছবি: লাল সবুজ বাংলাদেশ

নওগাঁর বদলগাছীতে অঞ্জুম নুরে ঐশী (১৭) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় ওই গৃহবধূর স্বামীকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ আটক করেছে।


রোববার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার বিলাসবাড়ী ইউনিয়নের হলুদ বিহার গ্রামের গৃহবধূর নিজ ঘর থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূর ওই গ্ৰামের ইমরান হোসেনের স্ত্রী। বদলগাছি থানার ওসি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দুপুরে স্থানীয়দের মাধ্যমে ওই গৃহবধূর মৃত্যুর বিষয়টি জানতে পারে পুলিশ। এরপর ঘটনাস্থল গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। মরদেহটি উদ্ধারের সময় ওই গৃহবধূর গলায় দাগ পাওয়া গেছে।


প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ হয়ে তার মৃত্যু হয়েছে। মরদেহটি ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মরগে পাঠানো হবে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। ওসি আরও বলেন, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর স্বামী ইমরানকে আটক করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

উজ্জ্বল কুমার সরকার, নওগাঁ সংবাদদাতা ::

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন