ঢাকা
খ্রিস্টাব্দ

কুমিল্লার তিতাসে বরিশালের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা)
শনিবার, ১২ জুলাই ২০২৫, ৫.৫৭ অপরাহ্ন

আপডেট : শনিবার, ১২ জুলাই ২০২৫, ৫.৫৭ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 464040 জন

  • নিউজটি দেখেছেনঃ 464040 জন
কুমিল্লার তিতাসে বরিশালের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার
- ছবি সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাস উপজেলায় ইমতিয়াজ ওরফে রিয়াজ(৩০) নামের এক যুবকের গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকাল ৯টায় স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে উপজেলার জিয়ারকান্দি ইউনিয়ন এলাকার গৌরীপুর-হোমনা সড়কের পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহত ইমতিয়াজ বরিশাল জেলার কাজিরহাট উপজেলার পূর্ব রতনপুর গ্রামের বাসিন্দা দুলাল হাওলাদারের ছেলে বলে নিশ্চিত করেছে পুলিশ।

এসময় লাশের খবর শুনে আশপাশের শত শত উৎসুক নারী-পুরুষ ঘটনাস্থলে এসে জড়ো হন। তাদের সাথে কথা বলে নিহতের পরিচয় জানতে চাইলে তারা কেউ তাকে চিনেন না বলে জানায়। অন্য কোথাও থেকে এনে এখানে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।

এ বিষয়ে তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ উল্যাহ বলেন, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে যুবকের গলা কাটা লাশটি উদ্ধার করি। জিয়ারকান্দি ইউনিয়ন এলাকায় একটি ঝোপের মধ্যে পড়ে ছিল লাশটি। স্থানীয় এলাকার কেউ তাকে চিনেন না বলে জানায়। পরে প্রাথমিকভাবে নিহত যুবককের লাশটি উদ্ধারের পর আমরা পরিচয় সনাক্ত করতে পারি। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করার চেষ্টা চলছে। ইতিমধ্যে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে লাশটি পাঠানো হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | সংবাদদাতা
তিতাস (কুমিল্লা)
শনিবার, ১২ জুলাই ২০২৫, ৫.৫৭ অপরাহ্ন
আপডেট : শনিবার, ১২ জুলাই ২০২৫, ৫.৫৭ অপরাহ্ন