ঢাকা
খ্রিস্টাব্দ

বার্সেলোনার ড্র'তে রিয়ালের শীর্ষে যাবার সুযোগ

নিজেদের সর্বশেষ ম্যাচে পরপর দুইবার লিড নিয়েও পয়েন্ট ভাগাভাগি করতে হলো স্প্যানিশ লীগের টপে থাকা বার্সেলোনাকে। নিজেদের ১৭ তম ম্যাচে রিয়াল বেতিসের সাথে ২-২ গোলে ড্র করেছে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা।
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মৃন্ময় মিফতাহ | ক্রিড়া প্রতিবেদক
ঢাকা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২.০০ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২.১২ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1326197 জন

  • নিউজটি দেখেছেনঃ 1326197 জন
বার্সেলোনার ড্র'তে রিয়ালের শীর্ষে যাবার সুযোগ

স্প্যানিশ ফুটবল লীগ "লা লীগা" তে আজকের দিনে মুখোমুখি হয় লীগ টেবিলে শীর্ষে থাকা বার্সেলোনা এবং টেবিলের ১১ নাম্বারে থাকা দল রিয়াল বেতিস। ম্যাচের ৩৯  মিনিটে গোল করে বার্সেলোনাকে লিড এনে দেন রবার্ট লেভানডস্কি।  ম্যাচের প্রথমার্ধে মাঠ নিজেদের দখলে রাখলেও দ্বিতীয়ার্ধে ছন্নছাড়া হয়ে পড়ে হ্যান্সি ফ্লিকের বার্সেলোনা। দ্বিতয়ার্ধে সাবস্টিটিউড হয়ে ফ্র্যাঙ্কি ডি জং মাঠে নেমেই ম্যাচের ৬৭ মিনিটে ডি বক্সের ভেতরে ফাউল করে বসেন বার্সেলোনার হয়ে লোনে থাকা বেতিস প্লেয়ার ভিক্টর রকু'কে। পেনাল্টিতে দলকে ১-১ সমতায় নিয়ে আসেন আর্জেন্টাইন ও বেতিস মিডফিল্ডার লো সেলসো।


ম্যাচের ৮৫ মিনিটে বার্সেলোনাকে আবারো লিড এনে দেন সাবস্টিটিউড হয়ে আসা ফারান তোরেস কিন্তু গোল আনন্দের রেশ কাটতে না কাটতেই ম্যাচের অতিরিক্ত ৯৩ মিনিটে আবারো গোল হজম করে বার্সেলোনা। ম্যাচের হয়ে আচরণবিধিজনিত কারণে ডাগ আউট থেকে লাল কার্ড দেখেন বার্সেলোনা কোচ হ্যান্সি ফ্লিক। ম্যাচের সম্পূর্ণ সময় শেষে ২-২ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। এ নিয়ে এখনো পর্যন্ত লীগের শীর্ষ স্থান ধরে রেখেছে বার্সেলোনা। নিজেদের শেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে বার্সেলোনা যার বাকী দুইটিতে ড্র এবং ম্যাচে হেরেছে ব্লাউগ্রানারা।


বার্সেলোনার ড্র'তে লীগ টেবিলের শীর্ষে যাওয়ার দারুণ সুযোগ ভাসছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের। বার্সেলোনা থেকে দুই ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদ অবস্থান করছে টেবিলের দ্বিতীয় স্থানে। একই দিনে পরের ম্যাচে বাংলাদেশ সময় রাত ২টায় মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। সর্বশেষ পাঁচ ম্যাচে দুই হার ও তিন জয় নিয়ে ছন্দে ফিরছে কার্লো আনচেলোত্তির দল। এবার তাদের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের ৮ নাম্বারে থাকা জিরোনা।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এএসএস

কমেন্ট বক্স
বাংলাদেশ | ক্রীড়াঙ্গণ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

মৃন্ময় মিফতাহ | ক্রিড়া প্রতিবেদক
ঢাকা
রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২.০০ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৮ ডিসেম্বর ২০২৪, ১২.১২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ