বাংলাদেশ র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১৩) একটি সফল অভিযান পরিচালনা করে দক্ষিণ কেরানীগঞ্জ থানার চাঞ্চল্যকর ক্লুলেস হত্যা মামলার মূল আসামী মোঃ সফিউল ইসলাম (৪০) কে গাইবান্ধা জেলার সদর থানাধীন কামারজানী বাজারে গ্রেফতার করেছে।
এলিট ফোর্স র্যাব সবসময় হত্যা, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে থাকে। এই হত্যাকাণ্ডের ঘটনায়, ভিকটিম খোকন গত ১৩ মে বুড়িগঙ্গা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হন। পরবর্তীতে নদীতে তার মৃতদেহ ভাসতে দেখা যায়। ময়নাতদন্তে তার মৃত্যু শ্বাসরোধে হয়েছে বলে জানা যায়।
ভিকটিমের স্ত্রী বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৪৩/৮০৪, তারিখ-১৫/০৮/২০২৩)।
জানা যায়, র্যাব বিভিন্ন আইনশৃঙ্খলা বিভাগের সাথে সমন্বয় করে আসামী গ্রেফতারে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে এবং সফলভাবে আসামী সফিউল ইসলামকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।