ঢাকা
খ্রিস্টাব্দ

ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ


আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1821480 জন

  • নিউজটি দেখেছেনঃ 1821480 জন
ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
ছবি : সংগৃহীত

শেখ হাসিনার সরকারের পতনে সৃষ্ট পরিস্থিতিতে সারা দেশের ছাত্র-জনতাকে ছোট ছোট দলে ভাগ হয়ে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয় রক্ষার আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।  


সোমবার সন্ধ্যায় ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ ও নাহিদ ইসলাম এক বার্তায় এই আহ্বান জানান।


তারা বলেন, ছাত্র-জনতাকে আমি অনুরোধ করছি, সব বৈষম্যবিরোধী আন্দোলনের সমন্বয়কদের পক্ষ থেকে, যেন তারা ছোট ছোট দল গঠন করে নিজ নিজ এলাকার ধর্মীয় উপাসনালয়গুলো রক্ষা ও পাহারার ব্যবস্থা করেন, এই মুহূর্ত থেকেই।

অন্যদিকে আন্দোলনের আরেক সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুকে এক পোস্টে বলেছেন, দেশটা আমাদের। দেশের সম্পদ রক্ষা করার দায়িত্ব আমাদের। কোনো সহিংসতায় জড়াবেন না।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ



আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন