ঢাকা
খ্রিস্টাব্দ

মিরসরাইয়ে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ৪.২৯ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ৪.২৯ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 479225 জন

  • নিউজটি দেখেছেনঃ 479225 জন
মিরসরাইয়ে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি উদযাপন
- ছবি সংবাদদাতা প্রেরিত।


চট্টগ্রামের মিরসরাইয়ে উৎসবমুখর পরিবেশে উদযাপন করা হয়েছে গ্লোবাল টেলিভিশনের তৃতীয় বর্ষপূর্তি। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে মিরসরাই উপজেলা প্রেস ক্লাবে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ আয়োজনে অংশ নেন স্থানীয় গণমাধ্যমকর্মী, পেশাজীবী ও বিশিষ্টজনেরা।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা সোমাইয়া আক্তার। তিনি বলেন, “গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকাই পারে একটি সমাজকে সঠিক পথে পরিচালিত করতে। গ্লোবাল টেলিভিশন সেই দায়িত্ব সাফল্যের সঙ্গে পালন করে আসছে।”


গ্লোবাল টেলিভিশনের মিরসরাই প্রতিনিধি রাজিব মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন অপকা’র নির্বাহী পরিচালক মোহাম্মদ আলমগীর, জেবি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সুভাষ সরকার, প্রবীণ সাংবাদিক আবু সুফিয়ান চৌধুরী, জোরারগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট জিয়া, কমফোর্ট হাসপাতালের চেয়ারম্যান নিজাম উদ্দিন, সেবা আধুনিক হাসপাতালের নির্বাহী পরিচালক আবদুর রহমান ঈশান, বিশিষ্ট ব্যবসায়ী বাবুল সেন, লায়ন মোহাম্মদ ইউছুফ, মিরসরাই মডেল উচ্চ বিদ্যালয় মার্কেট কমিটির সভাপতি জাফর ইকবাল ও সহ-সভাপতি শহীদ উল্ল্যাহ শহীদ।


এছাড়াও মিরসরাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি নয়ন কান্তি ধুম, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক নিজামীসহ সাংবাদিক বিপুল দাশ, রাজু কুমার দে, নাছির উদ্দিন, আব্দুল মান্নান রানা, ইমাম হোসেন, দিদারুল আলম, জাবেদ হোসাইন, সানোয়ারুল ইসলাম রনি, কমল পাটোয়ারী ও এমদাদ হোসেন উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে কেক কাটা, শুভেচ্ছা বিনিময় ও আলোচনা পর্বে অংশগ্রহণকারীরা গ্লোবাল টেলিভিশনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং গণমাধ্যমের ইতিবাচক ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/এনকেডি

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারাদেশ
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
মিরসরাই উপজেলা
শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ৪.২৯ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ৪.২৯ অপরাহ্ন