ঢাকা
খ্রিস্টাব্দ

মসজিদের মাধ্যমে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ভব: ধর্ম বিষয়ক উপদেষ্টা

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২.০১ পূর্বাহ্ন

আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২.০১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 478203 জন

  • নিউজটি দেখেছেনঃ 478203 জন
মসজিদের মাধ্যমে একটা অপরাধমুক্ত সমাজ  তৈরি করা সম্ভব: ধর্ম বিষয়ক উপদেষ্টা
ছবি : সংবাদদাতা প্রেরিত।

ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, জেলা মডেল মসজিদ নির্মাণে বান্দরবানের মর্যাদা ও সৌন্দর্য বৃদ্ধি পাবে, মসজিদের মাধ্যমে আমরা নৈতিকতা, মূল্যবোধ ও সুন্নত ছড়িয়ে দিতে চাই। বেদআত থেকে সমাজকে রক্ষা করতে চাই। যত বেশি মসজিদ হবে, মানুষ তত বেশি নামাজি হবে—নামাজির সংখ্যা বৃদ্ধি পাবে। উপদেষ্টা শনিবার মেঘলায় বান্দরবান জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের ভিত্তি ফলক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


উপদেষ্টা বলেন, মসজিদের মাধ্যমে বাংলাদেশে একটা অপরাধমুক্ত সমাজ তৈরি করা সম্ভব। কেননা সমাজে যখন মানুষ নিয়মিত নামাজ পড়েন তখন খারাপকাজ, গুনাহ'র কাজ ,অশ্লীলতা কমে যায়।নামাজের কারনে মানুষ ইহকাল পরকালে শান্তি পায়।নামাজের  কারনে মানুষ সহজে হিংস্র হতে পারেনা,অন্যর ক্ষতি করতে পারেনা।


উপদেষ্টা বলেন, প্রায় ২০ কোটি  টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করবে জেলা গণপূর্ত বিভাগ। চার  তলা বিশিষ্ট এই মডেল মসজিদে পুরুষ মুসল্লিদের পাশাপাশি মহিলাদের নামাজের সুব্যবস্থা, ইসলামিক লাইব্রেরি, ইমাম ট্রেনিং সেন্টার, ১০ তলা উঁচু মিনার, সম্মেলন কক্ষ, হিফজখানা/মক্তব, ইসলামিক ফাউন্ডেশনের অফিস, লাশ গোসলের ব্যবস্থা, প্রতিবন্ধীদের জন্য নামাজের স্থান, বিশাল সাহান, সুবিশাল গাড়ি পার্কিং, ইসলামি বই বিক্রির সুভেনির শপ, অতিথিশালা, ইমাম-মুয়াজ্জিন ও খাদেমদের থাকার কক্ষ, ইসলামি গবেষণা কেন্দ্রসহ নানা সুবিধা থাকবে।


বান্দরবান জেলা প্রশাসক শামীম আরা রিনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আব্দুল আওয়াল হাওলাদার, বাংলাদেশ ইসলামি ফাউন্ডেশনের মহাপরিচালক  আব্দুস ছালাম খান, মডেল মসজিদ  প্রকল্প পরিচালক মোঃ শহিদুল আলম, বান্দরবান জেলা পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাইছার ও গণপূর্ত অধিদপ্তর এর অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শহিদুল আলম প্রমুখ। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

নিজস্ব সংবাদদাতা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
চট্টগ্রাম
রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২.০১ পূর্বাহ্ন
আপডেট : রবিবার, ০৬ জুলাই ২০২৫, ১২.০১ পূর্বাহ্ন