ঢাকা
খ্রিস্টাব্দ

১৪৯ রানে অলআউট বাংলাদেশ

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1744063 জন

  • নিউজটি দেখেছেনঃ 1744063 জন
১৪৯ রানে অলআউট বাংলাদেশ
ছবি : সংগৃহীত

চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ১৪৯ রানে অলআউট বাংলাদেশ। বাংলাদেশকে ফলোঅন করানোর সুযোগ থাকলেও দ্বিতীয় ইনিংসে ২২৭ রানের লিড নিয়ে ব্যাট করতে নামবে ভারত।


মধ্যাহ্ন বিরতির আগে বাংলাদেশ হারিয়েছিল ২৬ রানে ৩ উইকেট। এরপর দ্বিতীয় সেশনেই বাংলাদেশ হারিয়েছে আরো ৫ উইকেট।



৪০ রানে ৫ উইকেট হারিয়ে ফেরা দলকে কিছুটা টেনে তোলার চেষ্টা করেন সাকিব ও লিটন। দুইজনের ৫১ রানের জুটি যখন ভাঙে তখন দলীয় সংগ্রহ ৯১। এক রান যোগ করতেই সাকিবও বিলালেন নিজের উইকেট। সাকিব-লিটন দুইজনই আউট হয়েছেন জাদেজাকে সুইপ করতে গিয়ে।


চা বিরতির আগে দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে বুমরার তৃতীয় শিকারে পরিণত হন হাসান। দ্বিতীয় সেশনে ২৭.৫ ওভারে ৮৬ রান তুলতেই ৫ উইকেট হারিয়েছে বাংলাদেশ। 

চা বিরতির পর ফিরিয়েছেন তাসকিনকেও।বুমরার ইয়র্কারে বোল্ড হয়েছেন তাসকিন।



বাংলাদেশের ইনিংসের প্রথম উইকেটও শুরু করেছিলেন সাদমানকে বোল্ড করে। 

এর আগে প্রথম সেশনেই দুই বলে ২ উইকেট তুলে নিয়েছেন আকাশ দীপ। একই রকম ডেলিভারিতে জাকির ও মুমিনুলকে বোল্ড করেছেন এই পেসার। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আউট হন সিরাজের বলে। শেষটাও করেন সিরাজ।



নাহিদ রানাকে বোল্ড করে ১৪৯ রানে থামিয়ে দেয় বাংলাদেশকে। ভারতের চেয়ে ২২৭ রানে পিছিয়ে থেকে শেষ হলো বাংলাদেশের প্রথম ইনিংস।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক :

আপডেট : বুধবার, ০৯ অক্টোবর ২০২৪, ১১.১১ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ