ঢাকা
খ্রিস্টাব্দ

জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে তিতাসের যুবলীগ নেতা হত্যা মামলার চার আসামী

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 505027 জন

  • নিউজটি দেখেছেনঃ 505027 জন
জামিন আবেদন নামঞ্জুর, কারাগারে তিতাসের যুবলীগ নেতা হত্যা মামলার চার আসামী
ছবি : সংবাদদাতা প্রেরিত।

কুমিল্লার তিতাসের যুবলীগ নেতা জহিরুল ইসলাম মোল্লা(৩৫) হত্যা মামলার চার আসামিকে কারাগারে পাঠিয়েছেন জেলা দায়রা জজ আদালত।


(২৪ জুন) কুমিল্লা জেলা ও দায়রা জজ আদালতে উক্ত মামলার আসামী লতিফ, সুমন, নূরনবী ও মুর্শিদ আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে আদালত জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। অতিরিক্ত জেলা দায়রা জজ আদালত-৩ এর বিচারক বেগম সাবরিনা নার্গিস এ আদেশ দেন।


বিষয়টি নিশ্চিত করেছে জহির হত্যা মামলার মামলার বাদী মো. এসহাক মোল্লা।


নিহত জহিরুল ইসলাম মোল্লা ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে ও ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি ছিলেন।


উল্লেখ্য, ২০২২ইং সালের ৬ ডিসেম্বর ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি গ্রামে মাছ ধরা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের সময় ইউনিয়ন আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি মো. জহিরুল ইসলাম মোল্লাকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এঘটনায় ভিকটিমের ছোট ভাই এসহাক মোল্লা বাদী হয়ে তিতাস থানায় ৪৩ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১০-১৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।



নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

সাকিব হোসেইন | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
তিতাস, কুমিল্লা
মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ