ঢাকা
খ্রিস্টাব্দ

ইউক্রেনে আরও ভয়াবহ হামলার হুঁশিয়ারি পুতিনের

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১.৩৭ পূর্বাহ্ন

আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১.৩৯ পূর্বাহ্ন


নিউজটি দেখেছেনঃ 1215478 জন

  • নিউজটি দেখেছেনঃ 1215478 জন
ইউক্রেনে আরও ভয়াবহ হামলার  হুঁশিয়ারি পুতিনের
ছবি : সংগৃহীত

এবার আরও চটেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কারণ, সম্প্রতি রাশিয়ার কাজান শহরে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। আর এই ঘটনায় পুতিনের আঁতে বেশ ঘা লেগেছে। তিনি এবার ইউক্রেনে আরও বেশি ‘ধ্বংসযজ্ঞ’ চালানোর হুঁশিয়ারি দিয়েছেন। 


গত শনিবার কাজান শহরে ব্যাপক ড্রোন হামলা চালায় ইউক্রেন। 


রবিবার টেলিভিশনে প্রচার করা একটি সরকারি বৈঠকে পুতিন জানিয়েছেন, রাশিয়াকে যারা ধ্বংস করার চেষ্টা করছে তাদের আরও বহুগুণ বেশি ধ্বংসযজ্ঞের মুখোমুখি হতে হবে। পুতিনের দাবি, এই হামলার পাল্টা জবাব মোকাবেলা করতে হিমশিম খাবে ইউক্রেন। রাশিয়ায় হামলা চালানোর জন্য কিয়েভকে অনুতপ্ত হতে হবে।


কাজানের একটি অভিজাত আবাসিক এলাকায় শনিবার ইউক্রেন ড্রোন হামলা চালায়। রুশ সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, একটি বহুতল ভবনে আঘাত হানে বেশ কয়েকটি ড্রোন। এরপর সেখানে আগুনের বড় কুণ্ডলী দেখা যায়। তবে ওই হামলায় কেউ নিহত হয়েছেন কি না, তা জানা যায়নি।


কাজান শহরের দূরত্ব রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে এক হাজার কিলোমিটার দূরে। 


এর আগেও রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেনের হামলার জবাবে দেশটির রাজধানী কিয়েভে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছোড়ার হুমকি দিয়েছিলেন পুতিন। এ ছাড়া পশ্চিমাদের দেওয়া ক্ষেপণাস্ত্র দিয়ে রুশ বিমানঘাঁটি ও অস্ত্রের কারখানায় হামলার জবাবে বিগত সপ্তাহগুলোয় ইউক্রেনের জ্বালানি স্থাপনায় হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১.৩৭ পূর্বাহ্ন
আপডেট : সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১.৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ