ঢাকা
খ্রিস্টাব্দ

টাটা গ্রুপ এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন

আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 548590 জন

  • নিউজটি দেখেছেনঃ 548590 জন
টাটা গ্রুপ এক কোটি রূপি ক্ষতিপূরণ দেবে বিমান দুর্ঘটনায় নিহতের পরিবারকে

ভারতের আহমেদাবাদ শহরে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


এদিকে, বিমান দুর্ঘটনায় নিহত প্রত্যেক যাত্রীর পরিবারকে এক কোটি রূপি করে ক্ষতিপূরণ দেওয়ার কথা জানিয়েছে এয়ার ইন্ডিয়ার মালিক প্রতিষ্ঠান টাটা গ্রুপ। এছাড়াও আহতদের চিকিৎসার খরচও বহন করবে প্রতিষ্ঠানটি। এছাড়া, বিমান আছড়ে পড়ায় ক্ষতিগ্রস্ত মেডিকেল হোস্টেল পুননির্মাণে সহায়তা করবে তারা।


সামাজিক মাধ্যম এক্স-এ এক পোস্টে টাটা গ্রুপের পক্ষ থেকে বলা হয়েছে, ‌‘আমরা কতটা শোকাহত তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়।’


প্রসঙ্গত, বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ১টা ৩৮ মিনিটে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই এয়ার ইন্ডিয়ার একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হয়েছে। বিধ্বস্ত বিমানটির গন্তব্য ছিল লন্ডনের গেটউইক বিমানবন্দর।


বিমানটিতে মোট ২৪২ জন আরোহী ছিলেন। তাদের মধ্যে ২১৭ জন প্রাপ্তবয়স্ক, ১১ শিশু ও ২ নবজাতক ছিল। এদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং ১ জন কানাডীয় নাগরিক ছিলেন বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া।


বিধ্বস্ত হওয়া বিমানটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার মডেলের। এটি আধুনিক যাত্রীবাহী বিমানের অন্যতম এবং এটাই এই মডেলের প্রথম বড় দুর্ঘটনা। এখন পর্যন্ত ঘটনাস্থল থেকে অন্তত ২০৪টি মরদেহ উদ্ধার করা হয়েছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | সারা বিশ্ব
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
আর্ন্তজাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫, ১০.২৫ অপরাহ্ন