ঢাকা
খ্রিস্টাব্দ

মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.০৪ অপরাহ্ন

আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.০৪ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 451412 জন

  • নিউজটি দেখেছেনঃ 451412 জন
মাদারীপুরের শিবচরে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
ছবি : সংবাদদাতা প্রেরিত।

মাদারীপুর জেলার শিবচর উপজেলার মাদবররচর ইউনিয়ন, ৮ নং ওয়ার্ড ,ছলো বেপারীর কান্দি গ্রামের হজরত আলী (৫) নামে এক শিশু পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে ।


মঙ্গলবার (১৫জুলাই ২০২৫)খ্রি: আনুমানিক বেলা ৩ টার দিকে এই ঘটনা ঘটে।  হজরত আলী, শুক্কুর আলীর ছেলে। 


স্থানীয় সূত্র জানা যায়, দুপুরে শিশুটি মাদ্বারাসায় থেকে বাড়ি ফেরার পথে পুকুরে পড়ে যায় । কিছু সময় পর বাবা-মা বাড়িতে ফিরে হজরত আলীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে দুপুর অনুমান ৩ ঘটিকার শিশু হজরত আলী এর বন্ধু বাড়িতে খবর বলে, মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। পরে তাকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন। সংবাদ শুনা মাত্রই গ্রামে শোকের ছায়া নেমে আসে। শিশুটিকে শেষ বারের মত দেখতে এলাকাবাসী ছুটে আসেন বাড়িতে।


এ ব্যাপারে মাদারীপুর জেলা তরুণ দলের সাধারণ সম্পাদক মোঃ ইব্রাহীম মোল্লা বলেন, এমন ঘটনা ঘটছে আমরা লোকমুখে শুনেছি, বিষয়টি খুবেই দু:খজনক। কিন্তু পরিবারের পক্ষে জানানো হয়নি। মৃত্যু নিশ্চিতকরণ করে পুলিশকে না জানিয়ে নিজ বারিতে নিয়ে যাওয়া হয় হজরত আলীর লাশ। 


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
বাংলাদেশ | জাতীয়
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

শাখাওয়াত হোসেন মোল্লা | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শিবচর, মাদারীপুর
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.০৪ অপরাহ্ন
আপডেট : মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১.০৪ অপরাহ্ন