ঢাকা
খ্রিস্টাব্দ

শিক্ষার্থীদের বিক্ষোভ: এইচএসসি ফল বাতিলের দাবি ও হামলায় আহত ৬

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :
নিউজটি দেখেছেনঃ 1684967 জন
  • নিউজটি দেখেছেনঃ 1684967 জন
শিক্ষার্থীদের বিক্ষোভ: এইচএসসি ফল বাতিলের দাবি ও হামলায় আহত ৬
ছবি : সংগৃহীত

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বাতিলের দাবিতে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। শনিবার (২০ অক্টোবর) সকাল ১১টার দিকে এই বিক্ষোভ শুরু হয়, যেখানে অনেক নারী অভিভাবকও অংশগ্রহণ করেন। দুপুর ২টার দিকে শিক্ষার্থীরা ফটকের তালা ভেঙে ভেতরে ঢুকে বিক্ষোভ চালাতে থাকে।


বিক্ষোভ চলাকালে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটে, যাতে তিন ছাত্রীসহ মোট ছয়জন আহত হন। শিক্ষার্থীরা অভিযোগ করছেন, প্রকাশিত ফলাফল বৈষম্যমূলক এবং এসএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সাবজেক্ট ম্যাপিং করে ফলাফল পুনঃতৈরির দাবি করছেন।


ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চেষ্টা করছে। ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার জানিয়েছেন, তারা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ফল তৈরি করেছেন এবং শিক্ষার্থীদের দাবিগুলো তারা মন্ত্রণালয়ে জানাবেন।


১৫ অক্টোবর এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়, যেখানে গড় পাসের হার ছিল ৭৭.৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। চলতি সময়ে যখন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন, তখন এই আন্দোলন চলছে।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

স্টাফ রিপোর্টার :

আপডেট :