আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান রাখার স্বীকৃতি হিসেবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন কুমিল্লার তিতাস থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদ উল্যাহ।
২৪ মে, রাজধানীর সেগুনবাগিচাস্থ কেন্দ্রীয় কচি-কাঁচার মেলা মিলনায়তনে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম স্মৃতি পরিষদ এবং আলোকিত বাংলার মুখ ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ওসি শহিদ উল্যাহর হাতে সম্মাননা স্মারক ও সনদপত্র তুলে দেওয়া হয়।
ওসি শহিদ উল্যাহর কর্মজীবন অনেক বৈচিত্র্যময় ও সাফল্যমণ্ডিত। তিনি এর আগে দিনাজপুরের সদর ফাঁড়ি থানা, সদর আদালত, পুলিশ হাসপাতাল ও কুমিল্লা আদালতে পুলিশ পরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষাজীবনে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিত বিভাগে বিএসসি (অনার্স) ও ফলিত গণিতে এমএসসি ডিগ্রি অর্জন করেন, উভয় পরীক্ষায়ই প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি মাদক, জুয়া, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা পালন করে তিনি জনগণের প্রশংসা কুড়িয়েছেন।
পুরস্কারপ্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ওসি শহিদ উল্যাহ বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলাম অ্যাওয়ার্ড-২০২৫ প্রদান করায় সংশ্লিষ্ট সকলের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ অর্জন আমার দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। জনগণের সেবা অব্যাহত রাখতে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।”
তিনি তিতাস উপজেলাবাসীসহ দেশ-বিদেশের সর্বস্তরের জনগণকে পবিত্র ঈদুল আযহার আগাম শুভেচ্ছা জানান।
“ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক।”