বাংলাদেশে আবারও করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণের ঊর্ধ্বগতি লক্ষ্য করা যাচ্ছে। গত ২৪ ঘণ্টায় (৩ জুন পর্যন্ত) ৪০টি নমুনা পরীক্ষায় ৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এতে দৈনিক শনাক্তের হার দাঁড়িয়েছে ২২ দশমিক ৫০ শতাংশ, যা সাম্প্রতিক সময়ের তুলনায় অনেক বেশি উদ্বেগজনক। স্বাস্থ্য অধিদপ্তরের মঙ্গলবার (৩ জুন) সকালে প্রকাশিত নিয়মিত করোনা পরিস্থিতি বিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী ঢাকা ও রাজশাহীতে শনাক্তের হার বেশি, ঢাকা মহানগরে ২৯ জনের নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। অন্যদিকে রাজশাহীতে ১১টি নমুনা পরীক্ষায় ৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। দুই সিটিতেই শনাক্তের হার তুলনামূলকভাবে বেশি।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন মাত্র ২ জন। তবে আশার খবর হলো, এই সময়ে কেউ করোনায় মারা যাননি। এর ফলে দেশে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৯ হাজার ৩৫৪ জন। দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে মৃত্যু হয়েছে মোট ২৯ হাজার ৪৯৯ জনের।
বাংলাদেশে করোনাভাইরাসে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৫১ হাজার ৭২৯ জন। করোনার প্রকোপ শুরুর পর থেকে এখন পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৫৭ লাখ ২৬ হাজার ১৭১টি।
করোনার ইতিহাস ও পেছনে ফিরে দেখা যায়, ২০২০ সালের ৮ মার্চ বাংলাদেশে প্রথমবারের মতো ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ১৮ মার্চ প্রথম মৃত্যুর খবর আসে। দীর্ঘ তিন বছর ধরে করোনার ভয়াল থাবা দেশের স্বাস্থ্যব্যবস্থা, অর্থনীতি এবং সামাজিক জীবনকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছিল।
বিশেষজ্ঞরা বলছেন, শনাক্তের হার ২০ শতাংশের ওপরে উঠে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত। যদিও মৃত্যুর হার শূন্য থাকায় কিছুটা স্বস্তি রয়েছে, তবে পরিস্থিতি অবহেলা করলে সংক্রমণ আবার ভয়াবহ রূপ নিতে পারে। তাই আবারও সতর্কতা জরুরি হয়ে পড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তর এবং বিশেষজ্ঞরা সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলা, ভিড় এড়িয়ে চলা এবং উপসর্গ দেখা দিলে দ্রুত পরীক্ষা করার আহ্বান জানিয়েছেন।