ঢাকা
খ্রিস্টাব্দ

সোকা বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান

দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.৩৩ অপরাহ্ন

আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.৩৩ অপরাহ্ন


নিউজটি দেখেছেনঃ 602991 জন

  • নিউজটি দেখেছেনঃ 602991 জন
সোকা বিশ্ববিদ্যালয়ের প্রধান উপদেষ্টাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান
ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেলজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে জাপানের সোকা বিশ্ববিদ্যালয়।


শুক্রবার (৩০ মে) সামাজিক উদ্ভাবন এবং বৈশ্বিক উন্নয়নে অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করে বিশ্ববিদ্যালয়টি। এসময় তিনি বিশ্ববিদ্যালয়ে ভাষণও দেন।


এর আগে, এদিন টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা। এ সময় ছয়টি সমঝোতা স্মারক সই হয়।


প্রথম সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কোঅপারেশন এবং বাংলাদেশের জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে। এই স্মারক জ্বালানি খাতের প্রকল্প বাস্তবায়ন করতে জেবিআইসি ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা জোরদার করবে।


দ্বিতীয় সমঝোতা স্মারক সই হয়েছে অনোডা এবং বাংলাদেশ এসইজেড লিমিটেডের মধ্যে। ওএনওডা একটি গ্যাস মিটার স্থাপন প্রকল্প বাস্তবায়ন করেছে এবং বিএসইজেডের কারখানায় গ্যাস মিটারের উৎপাদন ও রক্ষণাবেক্ষণের পরিকল্পনা করছে।


তৃতীয় সমঝোতা স্মারক সই হয়েছে বাংলাদেশ নক্সিস কোং লিমিটেড এবং বাংলাদেশ এসইজেড লিমিটেড (বিএসইজেড) বিএসইজেডের মধ্যে।


বাংলাদেশে ব্যাটারিচালিত সাইকেল এবং ইলেকট্রিক মোটরসাইকেল তৈরির কারখানা স্থাপনের লক্ষ্যে চতুর্থ সমঝোতা স্মারক সই হয়েছে গ্লেগিট ও মুসাসি সিমিতসু ইন্ডাস্ট্রি গ্লেফিট এবং বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষকে (বিডা) সঙ্গে নিয়ে।


পঞ্চম সমঝোতা স্মারক সই হয়েছে সিফার কোর কো. লিমিটেডের সঙ্গে। যারা বাংলাদেশে তথ্য নিরাপত্তার সংশ্লিষ্ট একটি বড় প্রকল্প নিয়ে কাজ করছে। এই প্রকল্পটির লক্ষ্য বাংলাদেশকে একটি কোয়ান্টাম-প্রচলিত ডিজিটাল অর্থনীতি হিসেবে পরিণত করা।


ষষ্ঠ সমঝোতা স্মারক সই হয়েছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি এবং বিডার মধ্যে।


স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সবাই অভিনন্দন জানান। পরে তিনি বলেন, এখন এগুলো বাস্তবায়ন করা আমাদের কাজ।


নিউজটি পোস্ট করেছেনঃ এলএসবিডি/হেনা

কমেন্ট বক্স
দৈনিক লাল সবুজ বাংলাদেশ

অনলাইন ডেস্ক | দৈনিক লাল সবুজ বাংলাদেশ
শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.৩৩ অপরাহ্ন
আপডেট : শুক্রবার, ৩০ মে ২০২৫, ৪.৩৩ অপরাহ্ন